লোক দেখানো এই সব দেশপ্রেম
লিখেছেন লিখেছেন আরিফিন আল ইমরান ০৩ ডিসেম্বর, ২০১৪, ০৬:২৩:১৪ সন্ধ্যা
আমাদের একটা হুজুগের প্রয়োজন হয়। এটা ছাড়া আমরা চলতে পারিনা। ভাবনা-চিন্তা ব্যতিরেকে, হঠাৎ একটা কিছু নিয়ে মেতে উঠা আমাদের চিরদিনের স্বভাব। যার সর্বশেষ দৃষ্টান্ত হল-ফেসবুকের প্রোফাইল এবং ওয়ালে জাতীয় পতাকার সমাবেশ ঘটানো। নাহ এটা কোনো গভীর দেশপ্রেম নয়, এটা স্রেফ একটা হুজুগ; ডিসেম্বর মাস শেষ যাবার আগেই যেটা মিলিয়ে যাবে। কারন থার্টি ফার্স্ট নাইট বলেও যে একটা জিনিস আছে, সেটা পালন করতে হবেনা ? মদ-বিয়ারের উৎসব ছাড়া, সেটা হবে কী করে ? হাহ, অন্যদেশের সংস্কৃতি, ফ্যাশন, ট্র্যাডিশন ছাড়া যাদের একমুহূর্ত চলেনা, তাদের আবার পতাকা প্রেম । যদি মুক্তিযুদ্ধের প্রতি এতই প্রেম তবে, সারাবছর সেটা কোথায় থাকে ? বাংলা ভাষাকে যদি এতই ভালোবাসি, তবে সেলফোন, ল্যাপটপ, কম্পিউটারে এত হিন্দি গান কেন? যদি দেশীয় আচার-প্রথায় এতই ভক্তি থাকে, তবে ভ্যালেন্টাইনস ডে পালন করি কেন ? যখন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত হয়, তখন দেশপ্রেম কোথায় থাকে ?
যখন মুক্তিযোদ্ধাদের অধিকার এবং সম্মাননা নিয়েও রাজনীতি হয়, তখন কোথায় থাকে এত সূর্যসন্তানরা ? আসলে কিছুইনা, এইসব শুধু সময়ের ফ্যাশন, ক্ষণে ক্ষণে যা পরিবর্তিত হয়.....................জ্ঞান এবং চিন্তার উপরে জয়যুক্ত হয় হঠকারিতা । আমরা এই সব মিথ্যের ফানুস আর চাইনা, চাইনা লোক দেখানো দেশপ্রেম। ভন্ডামির অবসানে চাই-প্রকৃত দেশপ্রেমের উদ্বোধন।
বিষয়: বিবিধ
৯২১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন