প্রতিভাবৃত্তান্ত

লিখেছেন লিখেছেন আরিফিন আল ইমরান ২০ নভেম্বর, ২০১৪, ০৫:০৪:১৭ বিকাল

প্রতিভা প্রকাশের জন্য-একটা শক্ত প্ল্যাটফর্ম চাই। কিন্তু কে দেবে সেটা ? কেউ দেবেনা, বরং নিজেকেই তৈরী করতে হবে। নইলে প্রতিভা পড়ে থাকবে-ডায়েরীর চিপায়, বালিশের তলায় অথবা তোষকের নিচে।

প্রতিভা বিকাশের পথে অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ আছে। আর জীবন-জীবিকার প্রশ্নতো আছেই। কারন, অধিকাংশ প্রতিভা ঝরে পড়ে-এই জীবন-জীবিকার ঘেরাটোপেই। এসব মোকাবেলা করে যারা টিকে থাকে, তাদের আবার সময় থাকেনা। নিজের অতৃপ্ত চেতনার সামনে দাঁড়িয়ে থাকে জীবন ও সংসারের দুস্তর পারাবার। তাই প্রতিভাবানদের যন্ত্রণা অনেক বেশী। সম্ভাবনা অনেক বেশী। শুধু সহায়-সম্বল কম। তবু অনেক দৌড়, অনেক ঘাম, অনেক তিরষ্কার, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে যাবার চ্যালেঞ্জ, তাকে নিতেই হয়......জীবনের জন্য, জবাবদিহিতার জন্য, নিরন্তর বিবেক দংশন হতে বাঁচার জন্য এবং কোনো চোখ যাকে দেখতে পায়না তাঁর অনুগ্রহের জন্য...... ।।

বিষয়: বিবিধ

৮৪১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286243
২০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
অনেক পথ বাকি লিখেছেন : প্রতিভা প্রকাশের জন্য-একটা শক্ত প্ল্যাটফর্ম চাই। কিন্তু কে দেবে সেটা ? কেউ দেবেনা, বরং নিজেকেই তৈরী করতে হবে। নইলে প্রতিভা পড়ে থাকবে-ডায়েরীর চিপায়, বালিশের তলায় অথবা তোষকের নিচে।

এত সুন্দর কথা আগে কখনো শুনিনি। Thumbs Up Thumbs Up
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
234226
আরিফিন আল ইমরান লিখেছেন : ধন্যবাদ
293756
১২ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৬
জোনাকি লিখেছেন : তাই প্রতিভাবানদের যন্ত্রণা অনেক বেশী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File