এই সব কুকর্ম কিভাবে এবং কবে দেশ থেকে দূর হবে?

লিখেছেন লিখেছেন মুক্ত জীবন ০৭ জানুয়ারি, ২০১৫, ০৯:৫৮:০৬ রাত

একটি ভিডিও দেখলাম। মানুষ কতটা উদভ্রান্ত হলে এভাবে মাজার পুজা করতে পারে! মসজিদে যায়না, কিন্তু মাজারে গিয়ে সিজদায় পড়ে যায়! ঠিকমতো খেতে পায় না, কিন্ত মাজারে গিয়ে টাকা দিতে কষ্ট হয় না! কি আজব সব মানুষ!


বিষয়: বিবিধ

১০১০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299717
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪৩
অনেক পথ বাকি লিখেছেন : এদেরকে আচ্ছামত পিটানো উচিত। Time Out Time Out
০৮ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৬
242680
মুক্ত জীবন লিখেছেন : সবাইকে কি আর পিটানো সম্ভব? শয়তান যেমন তাদেরকে ঐ পথে পরিচালিত করছে, তেমনি যারা বুঝেন এটা শয়তানের কর্ম, তাদের উচিত ঐসব অবুঝ মানুষগুলোকে সচেতন করে তোলা।
299727
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১১:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধর্মের তেরোটা বাজিয়ে ধর্ম অনুষ্ঠান।
০৮ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৭
242681
মুক্ত জীবন লিখেছেন : এটাকে ধর্মীয় অনুষ্ঠান বলা যায় না। এটা বদমাশ লোকদের টাকা আয়ের একটি ধান্দা মাত্র!
299734
০৮ জানুয়ারি ২০১৫ রাত ০৩:২৪
কাহাফ লিখেছেন :
ধর্মীয় বিষয়ে কম জানাই এসব কর্মকান্ডের মূল ভিত্তি! ধর্মের প্রকৃত বিষয় সম্পর্কে ব্যাপক প্রসার না ঘটলে এ সব চলতেই থাকবে!!
০৮ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৮
242682
মুক্ত জীবন লিখেছেন : সহমত
299757
০৮ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৫৬
শেখের পোলা লিখেছেন : প্রায় সব পীরই আলেম৷ একই কোরআনের পাঠক৷ কত তফাৎ৷
০৮ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৩০
242683
মুক্ত জীবন লিখেছেন : কোন পীরের অনুসারী না হয়ে, মুহাম্মদ (সাঃ) এর অনুসারী হলেই তো সার্থক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File