দল ত্যাগের কারন কি অসুস্থতা নাকি ক্ষোভ ও হতাশা ?

লিখেছেন লিখেছেন আমি অরন্য ০২ নভেম্বর, ২০১৫, ০৪:০৮:৫৫ বিকাল



সমশের সাহেবের বিবৃতিটি পাঠ করে শরৎচন্দ্রের উপন্যাসের একটি চরিত্র টগর বোষ্টমির এক উক্তি মনে পড়ছে। টগর বোষ্টমি তার নীচুবংশীয় স্বামী সম্পর্কে বলেছেন, মিনসের সঙ্গে কুড়ি বছর ধরে ঘর করছি বটে, কিন্তু তাকে কখনো হেঁসেলে ঢুকতে দেইনি। সমশের সাহেবের বিবৃতি পাঠ করেও মনে হয় তিনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে বহুদিন যাবৎ ঘর করেছেন বটে, কিন্তু তাদের হেঁসেলে ঢুকতে দেননি। অর্থাৎ তাদের কাছে জাত খোয়াননি। তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে আহতও হয়েছিলেন। তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু। তাকে বীরবিক্রম খেতাব দেওয়া হয়। তিনি যখন দেখলেন, মুক্তিযুদ্ধের শত্রু ও একাত্তরের যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে এবং ক্ষমতার পার্টনার করে বিএনপি গণতান্ত্রিক চরিত্র এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম শক্তি হওয়ার দাবি দুটিই হারাচ্ছে, তখন একাত্তরের একজন মুক্তিযোদ্ধা হয়ে তিনি কী করে এ দলটির সঙ্গে যুক্ত হলেন এবং দীর্ঘকাল যুক্ত রইলেন? বিএনপির সুবাদেই তিনি রাতারাতি সাবেক আমলা থেকে রাজনৈতিক নেতা হয়ে যান এবং বিএনপি-জামায়াত জোটের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজনৈতিক চরিত্রের কথা জেনেও দেশ-বিদেশে দীর্ঘকাল ওই জোটের পক্ষে কাজ করেন। কিন্তু তিনি যে সময়ে এবং যে পরিস্থিতিতে অবসরে যাওয়ার নামে দল ছাড়লেন, সেটাই অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। চলতি বছরের গোড়ায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস এবং মানুষ পুড়িয়ে মারার আন্দোলনের সময় দলের নীতি ও নেতৃত্ব সম্পর্কে তাঁর সমর্থন ছিল। আর এখন শারীরিক অসুস্থতার জন্য রাজনীতি থেকে অবসর নিলেন। আসলে শারীরিক অক্ষমতা নয়, দলের প্রতি ক্ষোভ ও হতাশাও তার দলত্যাগের বড় কারণ।

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File