বাংলাদেশে উৎপাদিত ডেনিমের চাহিদা বাড়ছে বিশ্ববাজারে

লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৮ অক্টোবর, ২০১৫, ০৪:১২:৩৯ বিকাল



বিশ্ববাজারে বাংলাদেশের ডেনিম পোশাকের কদর বাড়ছে। উন্নতমানের ডেনিম রপ্তানি, বিশ্বমানের কারখানা এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নের ফলে এই সম্ভাবনা তৈরি হয়েছে। এই বাজার ধরে রাখতে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আরো উদ্যোগী হতে হবে এ খাতের উদ্যোক্তাদের। বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা গেলে অচিরেই ডেনিম পণ্য রপ্তানি করে বছরে ৫০০ কোটি ডলার আয় করা সম্ভব। এ জন্য বিশ্বমানের কারখানা ও কর্মপরিবেশ আরো উন্নত করতে হবে। ২০১৪ সালের পরিসংখ্যান অনুসারে বাংলাদেশ প্রতিবছর ডেনিম রপ্তানি করে ২৫০ কোটি ডলার। ডেনিম সংশ্লিষ্ট অন্যান্য পোশাকসহ এই খাত থেকে আয় হয় ৩৫০ কোটি ডলার। বাংলাদেশ থেকে গত বছর ১৮ কোটি ৫০ লাখ পিস ডেনিম রপ্তানি হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয় চার কোটি ৪০ লাখ পিস আর ইউরোপের বাজারে রপ্তানি হয় ১৪ কোটি ১০ লাখ পিস। ২০২১ সালের মধ্যে ৭০০ কোটি ডলারের রপ্তানি করা সম্ভব ডেনিম খাত থেকে। বাংলাদেশের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ জন্য প্রয়োজন টেকসই ও পরিবেশবান্ধব কারখানার পাশাপাশি প্রতিযোগিতামূলক দামে ডেনিম উৎপাদনে মনোযোগী হওয়া। এ জন্য উচ্চমূল্যে সংযোজনকারী পণ্য তৈরিতে বাংলাদেশের উদ্যোক্তাদের কাজ করতে হবে। দেশে উন্নত অনেক কারখানা রয়েছে, কিন্তু ডেনিম কাপড় উৎপাদনের প্রতিষ্ঠান এখনো অনেক কম। এখনো বেশির ভাগ ডেনিম তৈরির কাপড় বাংলাদেশকে আমদানি করতে হয়। এখাতে সক্ষমতা তৈরি হলে বিশ্ব বাজারেও বাংলাদেশের ডেনিম পণ্যের রপ্তানি কয়েক গুণ বেড়ে যাবে।

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File