বিদ্যমান বাস্তবতা ও অপপ্রচারে ক্ষুন্ন হচ্ছে দেশের ভাবমূর্তি
লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৬ অক্টোবর, ২০১৫, ০৩:০৩:৫৫ দুপুর
সাম্প্রতিক সময়ে সংঘটিত দুটি অনাকাঙ্খিত বিদেশী নাগরিক হত্যায় দেশের একটি স্বার্থান্বেষি মহল দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্নের অপপ্রয়াসের অংশ হিসেবে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের ফলে বাংলাদেশে কথিত নিরাপত্তাঝুঁকি নিয়ে গত সপ্তাহে পশ্চিমা দূতাবাসগুলোর সতর্কতামূলক উদ্যোগে হুলস্থুল পরিস্থিতির মধ্যেই ভিন্ন চিত্র পাওয়া যায় ওই দেশগুলোর নিজেদের নাগরিকদের জন্য জারি করা ভ্রমণবার্তায়। ঝুঁকি বিবেচনা করে পশ্চিমা দেশগুলো বিশ্বের দৃশ্যত নিরাপদ দেশগুলোর যে মানচিত্র তৈরি করেছে তাতে এখনও আছে বাংলাদেশর নাম। যে অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে তাদের ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করেছে তাদেরই পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের হালনাগাদ ভ্রমণ পরামর্শে অস্ট্রেলীয়দের বাংলাদেশে আসতে নিষেধ করা হয়নি। বরং অস্ট্রেলীয়দের ওপর আফগানিস্তান, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, ইরাক, লিবিয়া, মালি, নাইজার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইয়েমেনের মতো ১৩টি দেশ সফরে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে নিরাপত্তা প্রশ্নে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ৩০তম। ব্যক্তিগত নিরাপত্তায় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স ও ভারতের চেয়েও ভালো অবস্থানে আছে বাংলাদেশ। গত ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে প্রকাশিত যুক্তরাষ্ট্রের নামকরা জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের 'বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০১৫' শীর্ষক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঐ জরিপে ৮৯ স্কোর পেয়ে তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুর। তালিকায় ৩০ নম্বরে থাকা বাংলাদেশের স্কোর ৭৮। জাপান ও নিউজিল্যান্ডের স্কোরও তাই। ৩৮ নম্বরে থাকা যুক্তরাষ্ট্র এবং ৩৯ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার স্কোর ৭৭। ৪৪ নম্বরে থাকা ফ্রান্সের স্কোর ৭৫। ৬৩ নম্বরে থাকা ইতালির স্কোর ৭১ এবং ৭৭ নম্বরে থাকা ভারতের স্কোর ৬৭। তাহলে কেনই বা এই স্বার্থান্বেষি মহল নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে? দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করাই কি তাদের কাজ। বিদ্যমান নিরাপত্তায় বাংলাদেশের অবস্থান বিবেচনা করে বাস্তবতার প্রেক্ষিতে দেশের স্বার্থে এই অপপ্রচার বন্দ করা উচিত।
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন