সংবাদের শিরোনামে আদিবাসী কেন? তারা সন্ত্রাসী নাকি আদিবাসী?
লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৬ আগস্ট, ২০১৫, ০৮:২৪:৪৪ রাত
“সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে রাঙামাটির বাঘাইছড়িতে পাঁচ আদিবাসী যুবক নিহত হয়েছেন” এমন একটা প্রতিবেন আজ প্রকাশ পেয়েছে দালাল মিডিয়া প্রথম আলো ও ডেইলি স্টারে। কিন্তু তারা কি আদিবাসী না কি উপজাতি, নাকি তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ? না কি তারা সন্ত্রাসী! নিহত যুবকেরা আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এবং এমএন লারমা এবং জনসংহতি সমতির সশস্ত্র সদস্য। ঘটনাস্থল থেকে দুটি চায়নিজ রাইফেল, তিনটি এসএলআর, গুলিভরা ম্যাগাজিনসহ একটি এলএমজি, একটি এসএমসি, একটি পিস্তল, সেনাবাহিনীর ছয়টি প্যান্ট, ১০টি শার্ট ও টুপি এবং কোমরে গুলি রাখার বেল্ট উদ্ধার হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে ২০ জনের সশস্ত্র সন্ত্রাসী দল বড় আদাম গ্রামে অবস্থান করে এবং তারা অস্ত্রের ভয় দেখিয়ে ভাগাভাগি করে দুটি বাড়িতে অবস্থান করে। এত আলামত পাওয়ার তাদেরকে আদিবাসী আখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এই দুই পত্রিকা। সন্ত্রাসী নির্মুলে জোরালো আন্দোলন চাই। আমাদের চেতনায় এই হত্যা একটুও আঘাত হানবে না। কোথাও মানব বন্ধনও হবে না। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী।
বিষয়: বিবিধ
৬৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন