বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্যোগ সরকারের

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৪ আগস্ট, ২০১৫, ০৫:১১:১৯ বিকাল



দেশের রপ্তানিমুখী জনশক্তিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের উদ্যোগে বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। বর্তমানে দেশে ৪১টি প্রশিক্ষণ ইন্সটিটিউট রয়েছে। খুব শীঘ্রই তা ৭১টিতে উন্নীত করা হবে। এছাড়াও বর্তমানে বিদ্যমান প্রশিক্ষণ ইন্সটিটিউট গুলোতে কর্মরত প্রশিক্ষকদেরকে উচ্চ প্রশিক্ষণ দেয়া হবে। কারণ বিদ্যমান প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যেসব প্রশিক্ষক আছেন তাদের অনেকেই প্রশিক্ষিত নন। আর প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্র সরাসরি মনিটরিং করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বর্তমানে সৌদি আরবে ২০ থেকে ২৫ হাজার নারী শ্রমিকের চাহিদা থাকলেও এ পর্যন্ত মাত্র ৩ হাজার শ্রমিক পাঠানো গেছে। দক্ষতা না থাকায় নারী শ্রমিক পাঠানো যাচ্ছে না। মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়াতেও প্রচুর দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। ভারত থেকে শ্রমিক না পাওয়ার ফলে বাংলাদেশী শ্রমিকের চাহিদা বাড়ছে বিদেশীদের কাছে। এই চাহিদা কাজে লাগাতেই কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিষয়: বিবিধ

৮১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File