এক নির্মম পৈশাচিক হত্যাযজ্ঞ! এই পৈশাচিকতার শেষ কোথায়?

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১০ আগস্ট, ২০১৫, ০৪:৩৭:৩৮ বিকাল

একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমার মনে, রক্তমাংসে গড়া মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয় কি করে? মানুষ কি একেবারেই বিবেকহীন হয়ে পড়ল? সমাজের কি পচন ধরল? অত্যন্ত মর্মান্তিক হলো ওই শিশুরা এই পৃথিবী সম্পর্কে পুরোপুরি অবগত হওয়ার আগেই মানুষ নামের পশুদের হাতে বর্বর আক্রমণের শিকার হয়ে প্রাণ হারাচ্ছে। ৮ জুলাই সিলেটে শিশু রাজন হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতেই ৩ আগস্ট খুলনায় পৈশাচিক কায়দায় এক শিশু শ্রমিককে হত্যা করা হয়েছে। অভাবের তাড়নায় পেটের আহার যোগাতে স্কুলের পড়া বাদ দিয়ে গ্যারেজে কাজ নিয়েছিল রাকিব হাওলাদার নামে মাত্র ১২ বছর বয়সের শিশুটি। প্রতিদিন কাজ করা বাবদ মাত্র ৫০ টাকা দেয়ার কথা থাকলেও গ্যারেজের মালিক সে টাকাও ঠিকমতো দিত না। কোনরকম ভুল হলেই নানা ছুতায় গালিগালাজ ও মারধর করতো। কাজ করে মজুরি না পেয়ে ও কোমল দেহে মারধর সইতে না পেরে আরেকটি গ্যারেজে চাকরি নেয় রাকিব। ঘটনার দিন রাকিব আগের গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় গ্যারেজ মালিক শরীফ ও তার সহযোগী মিন্টু ক্ষুব্ধ হয়ে রাকিবকে ধরে গ্যারেজের ভেতরে নিয়ে যায়। দোকান থেকে যন্ত্রাংশ চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে মারধর শুরু করে। এতেও তাদের ক্ষোভ না মিটলে বর্বর নির্যাতনের এক পর্যায়ে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেয়ার শক্তিশালী কমপ্রেশার মেশিনের নল তারা রাকিবের মলদ্বার দিয়ে ঢুকিয়ে দেয়। ভেতরে বাতাস ঢুকে শিশুটির পেট বেলুনের মতো ফুলে ফেটে যায়। ওদের নিষ্ঠুর নির্যাতন সইতে না পেরে রাকিব চিৎকার করে নির্যাতনকারীদের অনুরোধ করেছিল তার পেটে আর বাতাস না ঢোকাতে। রাকিব ওদের বলেছিল, ‘আমারে আর গ্যাস দিও না, আমি মইরে যাচ্ছি।’ রাকিবের মর্মস্পর্শী চিৎকারও ওদের পাষাণ হৃদয়ে কোন মায়ার উদ্রেক করেনি। ওরা চালিয়ে যায় নির্যাতন। এক সময় ছিঁড়ে যায় শিশুটির নাড়িভুঁড়ি। ফেটে যায় ফুসফুস। শরীরের ভেতরে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। ময়নাতদন্তের রিপোর্টেও প্রমাণিত হয়েছে কমপ্রেশার মেশিনের বাতাসের প্রচন্ড আঘাতে রাকিবের নাড়ি, মলদ্বার ও প্রস্রাবের থলি ফেটে যায়।মানুষের মনুষ্যত্ববোধ দিন দিন যেন লোপ পেয়ে যাচ্ছে। অবোধ পশুর হিংস্রতা মানুষের মধ্যে আছড় করে মানুষকে পশুর চেয়েও হিংস্র করে তুলছে। তা না হলে মানুষ নামের পশুদের হাতে ১৩ বছরের শিশু রাজনের মর্মান্তিক মৃত্যুর পর এক মাস পার না হতেই ১২ বছরের শিশু রাকিবেরও হৃদয়বিদারক মৃত্যু হবে কেন? রাজনের বাঁচার আকুতি, গগনবিদারী চিৎকারও নরপিশাচদের মন টলাতে পারেনি। এই নরপিশাচদের ঘাতকরা কারা? তাদেরকে আজ দেশবাশী সবাই চিনে। এই দায় তারা কখনোই এড়াতে পারবে না।

বিষয়: বিবিধ

৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File