সমাজে মানবিক অবক্ষয় শিশু নির্যাতনের মত অপ্রতিরোধ্য ঘটনা বাড়াচ্ছে
লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৬ আগস্ট, ২০১৫, ০৭:৩৬:২০ সন্ধ্যা
দেশে শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড বাড়ছে।এই নির্মমতা, নৃশংসতা গায়ে কাঁটা দেওয়ার মতো। সামাজিক প্রতিরোধ একটি শক্তি। এটি প্রতিরোধের দায় আমাদের, চুপ করে থাকার এই সংস্কৃতি আমাদের বদলাতে হবে।সিলেটে শিশু রাজন ও খুলনায় রাকিবকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা এসব ঘটনা অপ্রতিরোধ্যভাবে ঘটছে। এগুলো আমাদের বারবার সংকেত দিচ্ছে সমাজে মানবিক অবক্ষয়ের কী অবস্থা। এই। যারা এগুলো ঘটাচ্ছে তাদের কোনোরকম জবাবদিহির সম্মুখীন হতে হচ্ছে না। সংবিধানে শিশু সুরক্ষার বিষয়টি শুধু কথায় নয়, কাজে পরিণত করতে হবে। এই নির্মমতা, নৃশংসতা ও হত্যাকাণ্ড বিরোধী নেত্রীবৃন্দের কাজ কেননা তারা গত কয়েকমাসে যে কাণ্ড ঘটিয়েছে তাতে কিছু অভাবী মানুষকে তারা এ কাজে লাগিয়েছে। যারা তাদের অনুসরণ করে উক্ত কর্মকাণ্ডগুলো করার সাহস পেয়েছে।
বিষয়: বিবিধ
৬০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন