চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৪ জুলাই, ২০১৫, ০৩:৫৫:৪৩ দুপুর



দল পুনর্গঠন ও পরিধি বাড়ানো এবার চ্যালেঞ্জ হয়ে পড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপর। অনেক আশা নিয়ে আগামী ১ সেপ্টেম্বরই তিনি চমক দেখাতে চেয়েছিলেন। গঠনতন্ত্রে সংশোধনী এনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমান্তরালে সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আরও একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের ঘোষণা করার চিন্তা ভাবনা করেছিলেন। মান-অভিমানে দল ছেড়ে যাওয়া নেতাদের ঘরে ফিরিয়ে আনা, ওয়ান-ইলেভেনের সংস্কারপন্থি নেতাদের গ্রহণ, নানা কারণে বহিষ্কৃতদের মধ্যে যারা দলে আসতে চান না তাদের সবাইকেই যুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন খালেদা জিয়া। কিন্তু তিনি কতটা সফল হবেন? সেটাই এখন দেখার বিষয়। তিনি সব ভেদাভেদ ভুলে সবাইকে জাতীয়তাবাদী পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু কে শুনে কার কথা? দলের সিনিয়র নেতারা এখন আর পরিবারতন্ত্রে বিশ্বাস করছেন না। দলের জ্ঞানী-গুণী ভালো লোকদের কথা না শুনে টাউট-বাটপার, লুটেরা শ্রেণির লোকজন এর কথা শুনেই তিনি সব কাজ করেন। ফলশ্রুতিতে তিনি পড়েছেন মহাবিপদে। দলের বেশ কয়েকজন প্রজ্ঞাবান নেতা আলাদা দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

বিষয়: বিবিধ

৬২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File