আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তৈরি হচ্ছে সমন্বিত বাণিজ্যনীতি
লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৬ জুলাই, ২০১৫, ০৩:২২:১২ দুপুর
আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে প্রথমবারের মতো একটি সমন্বিত বাণিজ্যনীতি প্রণয়ন করছে সরকার। বাণিজ্যনীতিতে বিশেষভাবে জোর দেয়া হয়েছে রফতানি বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি হ্রাসের ওপর। এছাড়া নতুন নতুন গন্তব্যে পণ্য রফতানি ও রফতানিযোগ্য পণ্যের সংখ্যা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করছে সরকার। দেশের বৈদেশিক বাণিজ্যের সার্বিক বিষয় প্রস্তাবিত সমন্বিত বাণিজ্যনীতিতে উল্লেখ থাকবে। বাণিজ্যনীতিতে যেসব বিষয়ে উল্লেখযোগ্য সেগুলো হলো— আমদানিনীতি আদেশ, রফতানিনীতি, বাণিজ্য প্রতিরক্ষা, বিভিন্ন ধরনের সংস্কার, কাস্টমস ও সীমান্ত বিষয়, আন্তর্জাতিক পরিবহন নেটওয়ার্ক, বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশের প্রতিশ্রুতি ও মুক্তবাণিজ্য চুক্তি, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতার নীতি, ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস সুরক্ষা, গুণগত অবকাঠামো, সরকারি কেনাকাটা, রাষ্ট্রীয় বিভিন্ন বাণিজ্য উদ্যোগ, মুদ্রা ও বিনিময় হার নীতি, আর্থিক নীতি ও কর কাঠামো, বাণিজ্য সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব। এছাড়া দেশের শিল্প ও এসএমই নীতি, কৃষি ও অন্যান্য খাত বিষয়ক নীতি, বিশ্ববাজারে প্রবেশগম্যতা, আঞ্চলিক বাজারে প্রবেশগম্যতা, বিদ্যমান ও সম্ভাব্য দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি, আন্তর্জাতিক বাজারে প্রবেশের চ্যালেঞ্জ, কর্মসংস্থান ও শ্রম অধিকার, দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক সুরক্ষা, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন, আমদানি ও রফতানিনীতির মধ্যে সমন্বয়ের বিষয়ও বাণিজ্যনীতিতে উল্লেখ থাকছে। বর্তমান সরকারের সমন্বিত বাণিজ্যনীতি বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে বলে আশাবাদী বাংলার সুশীল সমাজ।
বিষয়: বিবিধ
৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন