দেশে প্রথমবারের মতো নির্মিত দুটি কন্টেইনারবাহী নৌযান সাফল্যজনকভাবে নদীতে ভাসাল বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন খুলনা শিপইয়ার্ড
লিখেছেন লিখেছেন আমি অরন্য ১২ জুলাই, ২০১৫, ০৩:৩৬:৩১ দুপুর
দেশে প্রথমবারের মতো নির্মিত দুটি কন্টেইনারবাহী নৌযানই সাফল্যজনকভাবে নদীতে ভাসান সম্ভব হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন খুলনা শিপইয়ার্ডে নির্মিত দুটি কন্টেইনার ভ্যাসেলের প্রথমটি মাস কয়েক আগেই রূপসা নদীতে ভাসানোর পরে তার চূড়ান্ত পরীক্ষামূলক পরিচালন শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে গত সপ্তাহেই দ্বিতীয় কন্টেইনারবাহী নৌযানটিও খুলনা শিপইয়ার্ডের স্লিপওয়ে থেকে রূপসা নদীতে সাফল্যজনকভাবে ভাসান হলো। বাংলাদেশে নৌবাহিনীর নৌ ফাউন্ডেশনের জন্য নির্মিত এসব কন্টেইনার ভ্যাসেলের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪-এর সেপ্টেম্বর। প্রায় ৭৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ দুটি কন্টেইনারবাহী নৌযান খুব শিঘ্রই আনুষ্ঠানিকভাবে নৌ ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে বলে শিপইয়ার্ডের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। এধরনের বিশেষায়িত নৌযান বাংলাদেশে প্রথমবারের মতো নির্মাণের কৃতিত্ব অর্জন করল খুলনা শিপইয়ার্ড। সিঙ্গাপুরের ‘সী কোয়েস্ট’-এর ডিজাইন হাউজ থেকে নকশা প্রণয়ন শেষে ‘জাপানিজ ক্লাসিফিকেসন সোসাইটি-এনকে’র মাধ্যমে অনুমোদনসহ তাদের নিবিড় তত্ত্ববধানে খুলনা শিপইয়র্ডের প্রকৌশলীরা সাফল্যজনকভাবে এ দুটি নৌযানের নির্মাণ কাজ সম্পন্ন করেন। প্রায় আড়াইশ’ ফুট দৈর্ঘ্যরে এসব কন্টেইনার জাহাজ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে নারায়ণগঞ্জের ‘পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল’-এ একইসাথে কুড়ি ফুট দৈর্ঘ্যের ১৪০টি করে কন্টেইনার পৌঁছে দিতে সক্ষম। প্রায় ৪৫ ফুট প্রস্থ ও ১৩ ফুট গভীরতার এসব নৌযানে ৬শ’ অশ্বশক্তির ২টি করে মূল ইঞ্জিন ছাড়াও ১২৬ কিলোওয়াট ক্ষমতার ২টি করে জেনারেটরও সংযোজন করা হয়েছে। ১০ নটিক্যাল মাইল গতিবেগ সম্পন্ন এসব কন্টেইনার জাহাজ দীর্ঘ উপকূলীয় ও অভ্যন্তরীন নৌপথ পাড়ি দিয়ে মাত্র ১৮ ঘণ্টায় চট্টগ্রাম থেকে ঢাকার অদূরে পানগাঁও-এ কন্টেইনারসমূহ পৌঁছে দেবে বলে আশা করা যাচ্ছে।
বিষয়: বিবিধ
৮৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন