বেগম জিয়ার গণঅভ্যুত্থান কি সশস্ত্র জঙ্গী-উত্থান? (পর্ব-৫)

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১০ জুলাই, ২০১৫, ০২:৪২:৪২ দুপুর

জামায়াত ও জঙ্গীদের নেত্রী হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করার পর বেগম জিয়ার আন্তর্জাতিক পর্যায়ে ঘনিষ্ঠ মিত্র বলতে এখন আইএসআই, আল কায়েদা, জেএমবি, হুজি, আনসারুল্লাহ বাংলা টিম। এসব নারকীয়তায় বিশ্বাসী সংগঠনগুলোই এখন তার ভরসা।

বেগম জিয়া ইফতার পার্টিতে বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে তিনি বর্তমান সরকারকে উৎখাত করবেন। বেগম জিয়া যা বলেন তার ভাষ্যের অন্তর্নিহিত সার পর্যালোচনা করলেই তবে আসল সত্য উদঘাটন করা যায়। জনগণের সঙ্গে সম্পর্কহীন দলটি অবরোধ নামক যে নারকীয় কর্মসূচী পালন করেছে তা মূলত জনগণের বিরুদ্ধে, সাধারণ নিরীহ জনগণকে হত্যা করে বেগম জিয়া দেশজুড়ে আতঙ্কবাদ ছড়িয়েছিলেন। জনগণ তার প্রতি এমনই বিরূপ হয়েছিল যে, পেট্রোল বোমাবাজদের আটক করে গণপিটুনিও দিয়েছিল। গণরোষে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, খালেদা জিয়া কর্মসূচী রাস্তায় ফেলে রেখে তিন মাসের নাশকতা পরিচালনার কেন্দ্র গুলশান অফিস ছেড়ে বাড়িতে সটান চলে গিয়েছিলেন। জনগণকে তিনি তার কর্মসূচীতে সম্পৃক্ত করা দূরে থাক, দলীয় নেতা-কর্মীরাও তার এই কর্মসূচীতে সাড়া দেয়নি। অংশ নেয়নি। জামায়াত ও জঙ্গীদের ভরসা করে তিনি গণহত্যার পথ বেছে নিয়েছিলেন। অরাজকতা তৈরি করে দেশজুড়ে নাশকতা চালিয়ে তিনি ক্ষমতা দখলের পাঁয়তারা করেছিলেন। জনগণের ক্ষোভের যাঁতাকলে পড়ে তিনি সরে আসতে বাধ্য হন। কিন্তু নাশকতামূলক কর্মকান্ড থেকে একবিন্দুও সরে আসেননি। এক্ষেত্রে তার সহযোগী জামায়াতও নতুন করে প্রস্তুতি নিচ্ছে।

(চলবে............।।)

বিষয়: বিবিধ

৭২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File