সরকার বিরোধী আন্দোলন ও খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় উস্কানিদাতা জামায়াত ও হিজবুত তাহরীর
লিখেছেন লিখেছেন আমি অরন্য ৩০ জুন, ২০১৫, ০৪:০৯:৪৫ বিকাল
জমায়াতের সকল চেষ্টা যখন ব্যর্থ তখন আবার নতুন কৌশলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীকে সঙ্গে নিয়ে নতুন করে সংগঠিত করার চেষ্টা করছে দলটি। দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃতীয় সারির সদস্যের বিরুদ্ধে মামলায় জর্জরিত। যুদ্ধপরাধের দায়ে জামায়াত যখন নিষিদ্ধ হওয়ার পথে তখনই কৌশল পাল্টে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে একাত্মতা হতে যাচ্ছে। বর্তমানে তারা কৌশলে অনেকটা অঘোষিত সভা ও সদস্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। তারা ২০১০ সাল থেকে হিযবুত তাহরীরের কর্মকাণ্ড ছড়িয়ে দেয়ার কাজ করছে। নানা ছদ্মবেশে অবস্থান নিয়ে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ করতে মাঠে সক্রিয় রয়েছে জামাতের সঙ্গে হিযবুত তাহরীর। নিষিদ্ধ হওয়ার পরও শেকড় শক্ত করতে মহা চেষ্টায় লিপ্ত সংগঠনটি গোপনে তৎপরতা চালাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। দলে টানতে গরিব পরিবারের সদস্যদের টার্গেট করছে তারা। অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকেও সরকারবিরোধী আন্দোলন ও খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় উস্কানি দিচ্ছে তারা। একসময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজভিত্তিক পরিচালিত হলেও এখন তাদের দাওয়াতি কার্যক্রম চলছে মুদি দোকানি, ফুটপাতের হকার পর্যন্ত। বর্তমানে নতুন নতুন কৌশলে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে তারা। একে অপরের সঙ্গে কথা বলার সময় ব্যবহার করে সাংকেতিক শব্দ। গ্রেফতার এড়াতে গোপনে তারা মিটিং করে না। জমায়েত হয় পার্ক কিংবা জনাকীর্ণ স্থানে। এক্ষেত্রে বেশি ব্যবহার করে রেল স্টেশন কিংবা বাস স্ট্যান্ডকে। জমায়েত হওয়ার পর কেউ কাউকে নিজের সঠিক নাম ঠিকানাও বলে না। মোবাইলে একে অপরের সঙ্গে কথা বলে কম। যোগাযোগ করেন এসএমএসের মাধ্যমে।
বিষয়: বিবিধ
৮২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন