পদ্মা সেতু প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে পদ্মা পাড়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৮ মে, ২০১৫, ০৩:৪৭:৩৫ দুপুর



পদ্মা সেতু প্রকল্পের আনুষঙ্গিক কাজ দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য, পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রকল্পের ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের চলছে ব্যাপক কর্মযজ্ঞ। সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ ও তীর রক্ষা বাঁধ, নদী শাসনসহ আনুষঙ্গিক কাজে সকাল থেকে রাত পর্যন্ত কর্মব্যস্ত সংশ্লিষ্ট সবাই। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীতে জিও ব্যাগ ভর্তি বালু ফেলার কাজ করছে কয়েক শত মানুষ। প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের নকশা অনুযায়ী ১৩শ মিটার দৈর্ঘ্যরে এ নদী শাসন প্রকল্পের কাজ করছে সেনাবাহিনী। এরই মধ্যে ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মাওয়া ফেরিঘাট শিমুলিয়ায় স্থানান্তরসহ আড়াই কিলোমিটার সড়ক নির্মাণের কাজও দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের চৌকস সদস্যরা। এছাড়া মাওয়া চৌরাস্তা থেকে দোগাছি পর্যন্ত সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজও একই সঙ্গে এগিয়ে চলছে। মূল সেতুর কাজ শুরুর আগেই এসব কাজ শেষ হবে বলেই আশা করা যাচ্ছে।

বিষয়: বিবিধ

৭৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File