উদ্ধারকৃত বাংলাদেশীদের ভাষ্যমতে বেশিরভাগ বন্দিই রোহিঙ্গা
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৬ মে, ২০১৫, ০৪:৫৬:৩৯ বিকাল
এক গণকবরের আশপাশ থেকে অনুজার (২৮) নামের এক বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে থাই পুলিশ। অনুজার বলেন,‘আমরা যারা মুক্তিপণ দিতে পারিনি, তাদের এখানে আটকে রাখা হয়েছিল। আমরা বাঁচি না মরি, সেদিকে তাদের (পাচারকারীদের) কোনো নজর ছিল না। আমাদের অধিকাংশকে মারধর বা নির্যাতন করা হতো। ঠিকমতো খাবার বা পানি কখনোই পাইনি। গোসলের সুযোগ হতো কদাচিৎ। অনুজার আরও বলেন, এই বন্দিশিবিরে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১০ জন ছিলেন বাংলাদেশি ও অন্তত ৩০ জন রোহিঙ্গা এবং আরও কিছু সংখ্যক অন্যান্য দেশের। আটজন দালাল এই শিবির নিয়ন্ত্রণ করত। দালালদের কেউ ছিল রোহিঙ্গা ও কেউ মালয়েশীয়। কক্সবাজার থেকে অপহরণের পর তাকে জোরপূর্বক কয়েক বাংলাদেশি ও রোহিঙ্গার সঙ্গে নৌকায় তুলে দেওয়া হয়। পরে থাইল্যান্ডের এক বন্দিশিবিরে এনে পাচারকারীরা তাকে দিয়ে বাড়িতে ফোন করিয়ে মুক্তি পণ চায়।
বিষয়: বিবিধ
৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন