আর কতো নৃশংসতা! দেশকে সমৃদ্ধশালী করতে পেট্রোলবোমার রাজনীতিকে “না” বলি

লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৪ এপ্রিল, ২০১৫, ০৪:১৯:২৯ বিকাল

প্রায় প্রতিনিয়ত পেট্রোল বোমা, দগ্ধতা, বার্ন ইউনিট ইত্যাদি দেখতে আর ভাল লাগে না। মানুষজন আতঙ্কে দিশেহারা। প্রায় তিনমাসে একপ্রকার গা-সহাও হয়ে গেছে। কেউ আর এসব নিয়ে ভাবতে বা চিন্তা করতে পছন্দ করছে না। এর মাঝে অভিভাবকদের দুশ্চিন্তা পেরিয়ে এসএসসি পরীক্ষা হয়ে গেল। আবার শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। দুটো পরীক্ষাই সবার জন্য এক শিহরিত ঘটনা। এখন এই আতঙ্কের ভেতরেই পরীক্ষা চলছে। অনেক কাজ স্থবির হয়ে পড়ে আছে। একটু আশা কবে স্বস্তির পরিবেশ ফিরবে। কিন্তু তা কতোদূর? আদৌ কী সম্ভব? বাংলাদেশের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রেমিট্যান্স। বিদেশের মাটিতে প্রাণান্ত পরিশ্রম করছে, এদেশের মানুষরা। তাদের স্বোপার্জিত অর্থ এদেশের অপর চালিকা যোগান। এছাড়া আমরা সকলেই গার্মেন্টস ফ্যাক্টরির কথা জানি। প্রাইভেটাইজেশন ঘটেছে— যে মাত্রায় সেখানে এখনও নিম্নমধ্যবিত্ত সেক্টর তেমন অকার্যকর হয়নি। মধ্যবিত্ত পর্যায়ে তাদের সামাজিক মর্যাদা উঠে আসছে। বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র হোক আমরা তা কেউ চাই না। যে ধারাবাহিক রাজনৈতিক ইতিহাসের ভেতর দিয়ে গত চুয়াল্লিশ বছরে বাংলাদেশ এ পর্যায়ে এসেছে, সেখানে অনেক ক্ষয়, রক্ত বিসর্জিত হয়েছে। মানুষ অনতিক্রান্ত বৃত্তেই আটকে আছে, অনেকটা। যে অগ্রগতি, তা স্বীয় চেষ্টার। অবরোধ-হরতালেও মানুষ অপ্রতিরোধ্য যেন। কাজের অধিকার, কাজের নেশা, কাজের উদ্যমতার অভাব নেই। কৃষক-শ্রমিক কাজ করছে। জীবনের ঝুঁকি নিয়েই চলছে। দিনরাত অস্বীকার করে, ভাগ্য গড়ার কাজে ব্যস্ত। অথচ, শিক্ষিত বা উচ্চস্থান অধিকারী বলে আমরা যারা দাবি করি, তারা এই দেশটির জন্য কী করছি। রাজনীতিকরা ক্ষমতা চান, কর্তৃত্ব করতে চান, সেটি না করতে পেরে প্রতিপক্ষ হয়ে ওঠেন। এখানে দল-মত নির্বিশেষে তারা এক। এই ফাঁদে পড়ে সাধারণ মানুষের স্বপ্ন বিপর্যস্ত। এ বিপর্যস্ততার কবলে পড়ে কেউ প্রাণ দিচ্ছেন, কেউবা বার্ন ইউনিটে কাতরাচ্ছেন। এসব নির্মমতায় ঘেরা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। তারা রাজনীতি বোঝে না। রাজনীতির সুফল তাদের কাছে পৌঁছায় না। আর কতো নৃশংসতা চোখে পড়বে। কতোজন পুড়বে। রাজনীতির এ পোড়া বাতাস কী মানুষকে শুধু পুড়িয়েই নিঃশেষ করবে না আমরা কিছু পাব! আর কতো? কাজেই রাজনীতিকদের পেট্রোলবোমা থেকে সরে এসে ইতিবাচক রাজনীতি করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করার বিকল্প নেই।

বিষয়: বিবিধ

৭০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File