সরকার ২০১৭ সালের মধ্যে সৌরবিদ্যুৎ-চালিত দেড় লাখ সেচপাম্প চালু করার কাজ হাতে নিয়েছে

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৭ মার্চ, ২০১৫, ০৩:৩২:১১ দুপুর

সরকার সেচের জন্য সৌরবিদ্যুতের ব্যবহার জনগণকে উৎসাহিত করছে। এরই লক্ষ্য হিসাবে ২০১৭ সালের মধ্যে এই ধরনের দেড় লাখ সেচপাম্প চালু করার কাজ নিয়ে মাঠে নেমেছে। লক্ষ্য বাস্তবায়নে ইডকল, আরইবি ও বিএডিসি আলাদা আলাদা পরিকল্পনা করেছে। ইডকলের নতুন ২০০ পাম্প স্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে। ইডকল ২০২৫ সালের মধ্যে মোট ৫০ হাজার সৌরবিদ্যুৎ-চালিত সেচপাম্প স্থাপনের কর্মসূচি নিয়েছে । শুধু ডিজেল নয়, সেচের জন্য বাড়তি বিদ্যুৎ সরবরাহ করাও প্রতিবছর সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সরকারের বিভিন্ন প্রচারের মাধ্যেম কারনে সৌরবিদ্যুৎ-চালিত পাম্প থেকে সেচ নেওয়ার প্রতি আগ্রহ সারা দেশেই ক্রমাগতভাবে বাড়ছে। এ কারণেই ২০১১-১২ সালে যেখানে মাত্র পাঁচটি সৌরবিদ্যুৎ-চালিত সেচপাম্প । ক্ষামূলকভাবে চালু করা হয়েছিল, সেখানে এ বছর সারা দেশে এই ধরনের সেচপাম্প চলছে প্রায় ২০০। সৌরবিদ্যুৎ-চালিত পাম্পের সেচ পরিবেশবান্ধবও। এতে কোনো শব্দ কিংবা ধোঁয়া নেই। মাঠেঘাটে তেলও ছড়ায় না।

বিষয়: বিবিধ

৭৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File