নিজ দলের উপার না নিয়ে অন্তত অন্য কেউ এর উপার দোষ চাপাতে পারতেন
লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৮ মার্চ, ২০১৫, ০৪:১০:৫৮ বিকাল
বিএনপি সরকার পতনের আন্দোলন করে, আর শাস্তি পায় জনগণ। পাঁচ-সাত-দশ দিন ধুমসে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে সব ঠিকঠাক করে ফেললেও না হয় একটা সান্ত্বনা ছিল।
ওরা টানা অবরোধ-হরতালের কর্মসূচি দিয়ে চলেছে? দেখছে লোকে মানে না, তাও যান্ত্রিকভাবে অবরোধ চালিয়ে যেতে হবে? অবরোধ ও হরতালের মতো চূড়ান্ত ধরনের আন্দোলন একটানা বেশি দিন চালিয়ে যাওয়া যায় না। এটা আমাদের নিকট অতীতে অনেক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। কিন্তু হরতাল-অবরোধে যখন মানুষ রাস্তায় নামে না, বরং জনজীবন প্রায় স্বাভাবিক থাকে, তখন বুঝতে হবে কোথাও গড়বড় আছে। গত বছর জাতীয় সংসদ নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে। কিন্তু এটা তো ঠিক যে গত বছর ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপির পক্ষে জনমত যতটা সোচ্চার ছিল, আজ ততটা নেই। কেন নেই? বিএনপির ভুল চালের জন্যই আজ এ অবস্থা। খালেদা জিয়া তাঁর দীর্ঘ ভাষণে একবারও জামায়াতে ইসলামীর প্রসঙ্গ তুললেন না। জামায়াত তাদের জোটে আছে। ঠিক আছে। কিন্তু যখন পেট্রলবোমা মারা হয়, রেললাইনের ফিশপ্লেট তুলে নিরীহ যাত্রী হত্যা করা হয়, তখন তো এটা পরিষ্কার যে নাশকতা চলছে। খালেদা জিয়া সব দায় চাপিয়েছেন সরকারের ঘাড়ে। তিনি নিজের দলের ওপর দায় না নিয়ে অন্তত জামায়াতের ওপর কিছু দায় দিতে পারতেন। সবাই জানে, এ ধরনের নাশকতায় জামায়াত-শিবির সিদ্ধহস্ত। পেট্রলবোমার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে জোট থেকে জামায়াতকে বের করে দেওয়ার কথা বলতে পারতেন। তাহলে পরিস্থিতি আজ অন্য রকম হতে পারত। জামায়াতে ইসলামীর কথা আসে এ জন্য যে আওয়ামী লীগ বিভিন্ন সময় এমন কথা বলেছে। জামায়াতের সঙ্গ ত্যাগ করলে সংলাপের কথা চিন্তা করবে বলে তারা বক্তৃতা-বিবৃতিতে বলেছে। বিএনপি সংলাপের কথা এত বলে, অথচ এ সুযোগটা নিতে তাদের খুব অনীহা। তার মানে, বিএনপি মনে করে জামায়াত ছাড়া তাদের চলবে না। যে দলটি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, তাদের ছাড়া বিএনপির চলে না, এ রকম ভাবতে খুব অবাক লাগে। কারণ, বিএনপি নিজেরাই বলে ওরা স্বাধীনতার পক্ষের দল।
বিষয়: বিবিধ
৬৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন