নামেই হরতাল অবরোধ, মানছে না কেউ পদ-বঞ্চিত কতিপয় নেতাকর্মীকে পদ আর টাকার লোভ দেখিয়ে সারাদেশে বিচ্ছিন্ন চোরাগোপ্তা হামলা চালাছে বিএনপি

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৪ মার্চ, ২০১৫, ০৩:৩৩:০৯ দুপুর

নামেই বিএনপির দেশব্যাপী টানা অবরোধ-হরতাল! মাঠে নেই নেতাকর্মীরা। অজ্ঞাত স্থান থেকে গায়েবী বিবৃতি পাঠিয়ে কর্মসূচী পালনের ঘোষণা আসছে। মাঠে না থেকে বিবৃতির মাধ্যমে গায়েবী ডাকে নেতাকর্মীরা আর রাস্তায় নামছেন পদবঞ্চিত কতিপয় নেতাকর্মীকে পদ আর টাকার লোভ দেখিয়ে সারাদেশে বিচ্ছিন্ন চোরাগোপ্তা হামলা চালাছে। ভাড়াটে সন্ত্রাসীরাও গণপিটুনি আর আইনশৃঙ্খলা বাহিনীর ‘জিরো টলারেন্স’ অভিযানে নিজেদের গুটিয়ে নিয়েছে। ফলে শূন্য মাঠে শুধুই নামকাওয়াস্তে অবরোধ-হরতাল দিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মানছে না কেউ। তাদের অর্থ-মদদ-আশ্রয়-প্রশ্রয়দাতা ও পেশাদার সন্ত্রাসীসহ গ্রেফতার হয়েছে শতাধিক। উদ্ধার হয়েছে ককটেল ও পেট্রোলবোমা। অবরোধ-হরতালে বরাবরের মতোই সাড়া নেই রাজধানীবাসীর। তীব্র যানজটে নাকাল নগরবাসী। রাস্তায় বেরোলে বোঝার উপায় নেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতাল চলছে! হরদম সারাদেশের দূরপাল্লার বাস চলাচল করছে। কমলাপুরে ট্রেন আর সদরঘাটে লঞ্চের যাতায়াতও স্বাভাবিক।

বিষয়: বিবিধ

৭২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File