মানব উন্নয়নে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে
লিখেছেন লিখেছেন আমি অরন্য ১১ মার্চ, ২০১৫, ০৪:৩১:৫৫ বিকাল
মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। জাতিসংঘ উন্নয়ন সংস্থা কর্তৃক বৃহস্পতিবার প্রকাশিত (ইউএনডিপি) বার্ষিক মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৪ থেকে এ তথ্য জানা যায়। জাপানের টোকিওতে ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন দফতর (এইচডিআরও) 'সাসটেইনিং হিউম্যান প্রগ্রেস: রিডিউসিং ভালনারেবিলিটি অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্স' শীর্ষক এ প্রতিবেদনটি প্রকাশ করে। দ্রুত মানব উন্নয়ন ঘটেছে এমন দেশগুলোর তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর ফলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (এমডিজি) বাস্তবায়নে আরও এগিয়ে গেল বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের মানব উন্নয়ন সূচকে বিশ্বের ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪২তম।এ সূচকে ভারতের অবস্থান ১৩৫তম। মানব উন্নয়ন সূচক ২০১৪ অনুসারে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে ভুটান ৭৩তম, শ্রীলংকা ১০৩তম, মালদ্বীপ ১৩৬তম, নেপাল ১৪৫তম, পাকিস্তান ১৪৬তম, মিয়ানমার ১৫০তম, এবং আফগানিস্তান ১৬৯তম। এ সূচকের একবারে শীর্ষে রয়েছে নরওয়ে আর সবার শেষে নাইজার। প্রতিবেদনে প্রথমবারের মত একজন মানুষের সারা জীবনের অসহায় সময়গুলোর ধারণা আরোপ করা হয়েছে। এর মধ্যে মানুষের জীবনের এক হাজার দিনের হিসাব টানা হয়েছে। এছাড়া, হিসাবে আনা হয়েছে শিক্ষা শেষে কর্মক্ষেত্রে প্রবেশ ও কর্মক্ষেত্র থেকে অবসরে যাওয়ার সময়গুলো।
বিষয়: বিবিধ
৭৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন