সরকারের পরিকল্পনায় অনলাইন গ্রাহক সেবা চালু করলো বিনিয়োগ বোর্ড
লিখেছেন লিখেছেন আমি অরন্য ০২ মার্চ, ২০১৫, ০৫:১৩:৫৩ বিকাল
বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা, ওয়ার্ক পারমিট এবং বাণিজ্যিক অফিস স্থাপন সংক্রান্ত অনলাইন গ্রাহকসেবা চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই)। ফলে এখন থেকে বৈদেশিক বিনিয়োগকারীরা অনলাইনে ভিসা ও ওয়ার্ক পারমিট এবং বাণিজ্যিক অফিস স্থাপনের জন্য আবেদন করতে পারবেন। এর প্রেক্ষিতে বিনিয়োগ বোর্ডও অনলাইনে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে। বৈদেশিক বিনিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। শিগগিরই শিল্পনীতি-২০১৫ ঘোষণা করা হবে। এ পদ্ধতীর মাধ্যমে ১৬ পাতার পরিবর্তে এখন মাত্র এক পাতার ফরম পূরণ করতে হয়। বিশ্বব্যাংক গ্রুপের আর্থিক সহায়তায় বিওআই অনলাইন গ্রহকসেবা চালু করেছে। এর ফলে বিদেশী বিনিয়োগকারীরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই ভিসা, ওয়ার্ক পারমিট ও বানিজ্যিক অফিস স্থাপনের জন্য আবেদন করতে পারবেন
বিষয়: বিবিধ
৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন