বর্তমান সরকারের সঠিক দিক নির্দেশনায় অগ্রগতির পথে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:২১:৪২ সন্ধ্যা

বাংলাদেশের যে অনেক দিক থেকে গুণগত পরিবর্তন হচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার ভেতর দিয়ে মৌলিক, সামাজিক, অর্থনৈতিক অগ্রগতি যেমন হয়েছে তেমন হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। শিশু মৃত্যুহার হ্রাস, মেয়েদের স্কুলে যাওয়া ভারতের চেয়েও বেশি। ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে, এটা বাস্তব। তবে চিকিৎসা খাতে বাংলাদেশ পিছিয়ে থাকলেও স্বাস্থ্য খাতে তেমন পিছিয়ে নেই। চিকিৎসা ব্যবস্থার যতটুকু উন্নতি হয়েছে তার সুফল বেশিরভাগ মানুষ পায়। এ জন্য বাংলাদেশে মানবিক সূচকে অগ্রগতি হয়েছে। বাংলাদেশে এমন অগ্রগতি বিস্ময়কর অবশ্য। কিন্তু সেই অগ্রগতির পিঠে পেট্রোলবোমা মেরে দেশকে ধ্বংস করতে জঙ্গী ও সন্ত্রাসবাদীরা রাজনৈতিক দলের ছদ্মাবরণে দেশকে ধ্বংসের পাঁয়তারা করছে। তাই দেশবাসীকে অগ্রগতির রথ টেনে নিতে এখনই হতে হবে আরও সতর্ক ও কঠোর।

বিষয়: বিবিধ

৮৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File