অপ্রচলিত পণ্যের বাজার জয়

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৫:৪৬ রাত



রপ্তানি আয়ের কয়েকটি প্রধান খাতের আয় কমলেও চলতি অর্থবছরের প্রথমার্ধে অপ্রচলিত কিছু পণ্যের বিক্রি বাড়ার পাশাপাশি সমপ্রসারিত হয়েছে বাংলাদেশি পণ্যের বাজার। আর এর ওপর ভর করে জুলাই-ডিসেম্বর সময়ে রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এই সময় পণ্য রপ্তানি করে বাংলাদেশ ১ হাজার ৪৯১ কোটি ৪০ লাখ (১৪ দশমিক ৯১ বিলিয়ন) ডলার আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৫৬ শতাংশ বেশি। ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩২০ কোটি (৩৩ দশমিক ২০ বিলিয়ন) ডলার। অন্যদিকে ফলমূল, শুকনো খাবার, মসলা, প্লাস্টিক, জাহাজ নির্মাণ, উল এবং উলের তৈরি পণ্যসহ অপ্রচলিত কিছু খাতে আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর মধ্যে গত ছয় মাসে ফলমূল রপ্তানি থেকে আয় বেড়েছে ১৭৭ শতাংশ, মসলায় ৩৬ শতাংশ, শুকনো খাবারে ৭০ শতাংশ। তাজরিন ও রানা প্লাজা দুর্ঘটনার রেশ এবং রাজনৈতিক সংঘাতের মধ্যেও ২০১৩-১৪ অর্থবছরে ৩০ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়, যা ছিল আগের বছরের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি।

বিষয়: বিবিধ

৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File