ভারত, নেপাল ও ভুটানে সড়কপথে সরাসরি যাত্রী ও মালামাল পরিবহনে বাণিজ্যিক ও পর্যটনে বড় সাফল্য অর্জন করবে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৭:০৯ বিকাল





অবশেষে সড়কপথে সরাসরি যাত্রী ও মালামাল পরিবহনের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। এটি সম্পন্ন হলে বাংলাদেশি প্রাইভেট কার ও ট্রাক সরাসরি নেপাল ও ভুটান যাতায়াত করতে পারবে। এ লক্ষ্যে চার দেশের যোগাযোগমন্ত্রীরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছেন। যাত্রী ও কার্গোবাহী বাস-ট্রাক চালানোর বিষয়ে চুক্তির জন্য ১৯ বছর ধরে আলোচনা চলছিল সার্ক সদস্য দেশগুলোর মধ্যে। বিগত দুটি সার্ক শীর্ষ সম্মেলনে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। সর্বশেষ গত নভেম্বরে নেপালের শীর্ষ সম্মেলনে চুক্তির খসড়া চূড়ান্তও হয়েছিল। কারণ বার বার পাকিস্তানই এ চুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই এবার সার্কের বাইরে গিয়ে একই খসড়া ধরে পাকিস্তানকে বাদ দিয়ে চার দেশের মধ্যে চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। প্রাইভেট কার, বাণিজ্যিক বাস, কার্গো ট্রাক, অ্যাম্বুলেন্স এই চার দেশের সীমান্তে যাত্রী ও মালামাল পরিবহনের ট্রান্সশিপমেন্টের প্রয়োজন হবে না। তবে এ খসড়ায় কয়েকটি অনুচ্ছেদ সংযোজন এবং বিয়োজনে করছে সরকার। যেমন- নতুন চুক্তিতে চালকদের জন্য বিশেষ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নির্দিষ্ট ফিটনেস মাত্রা এবং দুর্ঘটনার ক্ষেত্রে আঞ্চলিক ইন্স্যুরেন্স কাঠামোর মতো কিছু অনুচ্ছেদ যোগ হচ্ছে। বাংলাদেশ থেকে সড়কপথে নেপাল ও ভুটানের দূরত্ব মাত্র ১০০ কিলোমিটারের মতো। শুধু বাণিজ্যিক পরিবহন নয়, সরকারের এ উদ্যোগ পর্যটনের ক্ষেত্রেও বড় সাফল্য আনবে বলে আশাবাদী বাংলার জনগণ।

বিষয়: বিবিধ

৭৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File