দেশের আবাদি জমি রক্ষার লক্ষ্যে গ্রামের মানুষের জন্য ‘পল্লী জনপদ’ (বহুতল ফ্ল্যাট) নির্মাণের উদ্যোগ সরকারের

লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৩২:২০ দুপুর



স্বপ্ন নয়, বাস্তব। গ্রামের মানুষ থাকবে বহুতল ভবনের ফ্ল্যাট বাড়িতে। মিলবে নিজেদের প্লান্টে উৎপাদিত বিদ্যুৎ ও গ্যাস। জীবনমান হবে শহরের মতোই। হাতের কাছেই থাকবে স্কুল, বিনোদন পার্ক, কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর। দেশের আবাদি জমি রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকবেলাসহ বহুতল ভবনকে ঘিরে দারিদ্র্য বিমোচনের সকল অনুষঙ্গই সৃষ্টি করা হবে। এ কর্মসূচী ও প্রকল্পের নাম ‘পল্লী জনপদ’। উদ্ভাবক বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। ইতোমধ্যে দেশের পূর্বাঞ্চলে প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় এমন পল্লী জনপদ মডেল তৈরি হবে। পল্লী জনপদ প্রকল্প গ্রামের মানুষের জীবনমান উন্নয়নসহ দারিদ্র্য বিমোচনের নানা কর্মসূচীতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। প্রাথমিক পর্যায়ে সাত বিভাগে একটি করে মডেল গ্রাম প্রতিষ্ঠা করা হবে। চারটি ক্যাটাগরির প্রতিটি পাঁচ তলা ভবনের ৭টি ভবনের একেকটি কমপ্লেক্সে গ্রামের ২শ’ ৭২ পরিবারের স্থান সঙ্কুলান হবে। ইতোমধ্যেই পাইলট প্রকল্প হিসেবে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়ে প্রধানমন্ত্রী পাস করেছেন। প্রকল্পের ভেতরেই তথ্যপ্রযুক্তির সকল কর্মকান্ড থাকবে। দারিদ্র্য বিমোচনের সঙ্গে গ্রামীণ জীবনে এমন আধুনিকতা চর ও প্রত্যন্ত গ্রামেও বাস্তবায়িত হবে। বগুড়া আরডিএ, সেন্টার ফর ইরিগেশন এ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিআইডব্লিউএম) ২ হাজার ১৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বিষয়: বিবিধ

৮২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File