বাংলাদেশ থেকে বিশ্বমানের পাট ও পাটজাত পণ্য, সিরামিক, টাইলস, ওষুধ, তৈরি পোশাক ও অন্যান্য পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছে ইরাক
লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৪৪:৪৪ সন্ধ্যা
ঢাকা ও বাগদাদের মধ্যে ইরাক সরাসরি বিমান চলাচল পুনরায় শুরুর প্রস্তাব দিয়েছে এবং বাংলাদেশ থেকে বিশ্বমানের পাট ও পাটজাত পণ্য, সিরামিক, টাইলস, ওষুধ, তৈরি পোশাক ও অন্যান্য পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছে। ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে এখন বাংলাদেশ ও ইরাকের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার হবে। সরকার এখন প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের পর বিদেশে জনশক্তি পাঠাচ্ছে। বাংলাদেশ যখন অর্থনীতি ও সামাজিক উন্নয়নে সকল ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করছে তখন একটা সন্ত্রাসী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশ এই সঙ্কট থেকে অবশ্যই বেরিয়ে আসবে এবং বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ফলে হবে অর্থনৈতিক দিক দিয়ে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন