উপকূলীয় এলাকায় নৌ-ডাকাতি-দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা ও দিকনির্দেশনা দিতে চরফ্যাশনে নির্মিত হচ্ছে কোস্টাল রেডিও স্টেশন

লিখেছেন লিখেছেন আমি অরন্য ৩১ জানুয়ারি, ২০১৫, ০৭:০২:০৭ সন্ধ্যা

জেলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নে স্থাপিত হচ্ছে লাইট হাউজ এ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন। উপকূলীয় এলাকায় নৌ-ডাকাতি-দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা ও দিকনির্দেশনা দিতে সহায়তা করবে স্টেশনটি। এতে দেশী-বিদেশী জাহাজ নিরাপদে থাকবে। কোরিয়ান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সমুদ্র পরিবহন অধিদফতর তত্ত্বাবধায়নে প্রায় ৫১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে এ স্টেশনটি নির্মিত হবে। অত্যাধুনিক এ স্টেশন তৈরির জন্য এরই মধ্যে ঢালচরে স্থান নির্ধারণ করে সাড়ে ৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে টেন্ডার প্রক্রিয়া শেষে জুন মাসে কাজ শুরু হবে, আগামী ৩ বছরের মধ্যে এ কাজ শেষ হবে। এর আগে গত বছরের ১১ মার্চ একনেকের বৈঠকে এ প্রকল্প অনুমোদন হয়েছে। সমুদ্রের ২শ’ কিলোমিটার নটিক্যাল মাইল ক্ষমতাসম্পন্ন লাইট হাউজ এ্যান্ড কোস্টাল রেডিও স্টেশনটি চালুর মাধ্যমে ২৪ ঘণ্টাই জাহাজ ও নৌ যানগুলোকে দুর্ঘটনা, নৌ-ডাকাতি, দুর্যোগ ও কিংবা ঝড়ের কবলে পড়লে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা যাবে। তবে জাহাজগুলোতে অবশ্যই যোগাযোগের মাধ্যম হিসেবে নেটওয়াকিং ইনস্ট্রুমেন্ট থাকতে হবে। তাহলেই ২৪ সি টু ল্যাড কমিউনিকেশন তৈরি হবে। সরকারের এ পদক্ষেপের ফলে উপকূলীয় এলাকায় নৌ-ডাকাতি-দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

বিষয়: বিবিধ

৮৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302358
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০২
শেখের পোলা লিখেছেন : জমজ ভাই ছেড়ে আজ আাদাযে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File