কাজের গতি বাড়াতে দেশের সকল সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেয়ার পরিকল্পনা সরকারের

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৬ জানুয়ারি, ২০১৫, ০২:৫৬:৩০ দুপুর



দেশের সকল সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এজন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্নমেন্ট (বাংলাগভনেট) শীর্ষক প্রকল্পের মাধ্যমে সরকারের ১৮ হাজার অফিস বা দফতরের মধ্যে যোগাযোগ স্থাপন করা হচ্ছে। এ যোগাযোগ স্থাপিত হবে মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত। এজন্য আগামী সপ্তাহেই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ১৮ হাজার উন্নতমানের ট্যাবও প্রদান করা হবে, যেন সরকারি কাজে আরও গতিশীলতা আসে। ডিজিটাল দেশে গড়তে হলে ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। ‘স্ট্রামিশন ডিজিটাল কানেকটিভিটি’ নামে আরেকটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এখন যেমন সরকারের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ স্থাপন হচ্ছে, তেমনি নতুন প্রকল্পটি বাস্তবায়ন হলে সরকার ও জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। প্রত্যেক অফিসের প্রত্যেকটি বিভাগে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে সারাদেশে এক লাখ ফ্রি ওয়াইফাই হটস্পট জোন করা হবে। সরকারি কাজে স্বচ্ছতা ও গতি আনতে ২০১৬ সালে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হবে। তখন ১৩শ‘ জিবিপিএস স্পিড পাওয়া যাবে। এছাড়া, জি ক্লাউডে যাওয়ার জন্য পৃথিবীর পঞ্চম বৃহত্তর ডেটা সেন্টার স্থাপন করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের অনুমোদন দিয়েছেন। দুইশ’ কোটি ডলারের এ প্রকল্পের কাজ শিগগির শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। কেবল প্রযুক্তিই পারে লাল ফিতার দৌরাত্ম্য কমাতে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমেই দুর্নীতি নির্মূল করা সম্ভব। আগে জমির পচরা তুলতেও মন্ত্রী, এমপি, ডিসির সুপারিশ লাগতো। কেবল প্রযুক্তির ব্যবহারের ফলে কোনো তদবির ছাড়াই এখন সে পচরা পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি পলিসি করেছেন। তিনি ৩০৬টি করণীয় নির্ধারণ করেছেন। এগুলোর মধ্যে বাংলাগভনেট প্রজেক্ট প্রথম পদক্ষেপ। জনগণের কষ্টার্জিত পয়সায় ও বিদেশি ঋণ নিয়ে বাস্তবায়নাধীন এ প্রজেক্টকে সফল করতে সবার সহযোগীতা প্রয়োজন। আশা করি সরকার খুব শীঘ্রই প্রকল্পটির পূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হবেন।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File