বর্তমান সরকারের প্রচেষ্টায় ঘুরে দাঁড়িয়েছে গার্মেন্ট খাত, বেড়েছে রপ্তানি। পোশাক রপ্তানিতে বিশ্বে এক নম্বর হওয়ার পরিকল্পনা সরকারের

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৮ ডিসেম্বর, ২০১৪, ০৬:০৬:৫৪ সন্ধ্যা

বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিদায়ী বছরে ঘুরে দাঁড়িয়েছে গার্মেন্টস খাত। এখন তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে এক নম্বর হওয়ার পরিকল্পনার ছক এঁকেছে সরকার। রাজধানী ঢাকা থেকে ধীরে ধীরে গার্মেন্টস শিল্প সরিয়ে নেবে সরকার। এ কার্যক্রম শুরু হবে নতুন বছর থেকেই। এতে রপ্তানিতে শীর্ষে থাকা এ শিল্পের প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। ঢাকার আশপাশের জেলাগুলোর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে করা হবে গার্মেন্টস পল্লী। এছাড়া পদ্মাসেতু নির্মাণের পর দ্রুত শিপমেন্টে মংলা পোর্ট দিয়ে শুধু গার্মেন্টস পণ্য রপ্তানির চিন্তা-ভাবনা করা হচ্ছে। সরকার ঘোষিত ভিশন-২১ বাস্তবায়নে ৫০ বিলিয়ন ডলারের রপ্তানির স্বপ্ন পূরণের রোডম্যাপ বাস্তবায়নের কার্যক্রমও নতুন বছর থেকে পুরোদমে শুরু হবে। গত বছরে রানা প্লাজা দুর্ঘটনা, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি স্থগিত ও ন্যূনতম মজুরি বাস্তবায়ন নিয়ে চাপে পড়েছিল পোশাক শিল্প খাত। এ শিল্প খাতে নতুন নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছিল। তবে সেই চ্যালেঞ্জ ও চাপ সামলে নিয়ে রপ্তানি বাণিজ্যের প্রাণ পোশাক শিল্প খাত আবারও ঘুরে দাঁড়িয়েছে। সরকার ও শিল্পমালিকদের বাস্তবমুখী পদক্ষেপে পোশাকের রপ্তানি বাড়ছে। আশা করা হচ্ছে ভিশন-’২১ সামনে রেখে রপ্তানি বাণিজ্য ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে সক্ষম হবে বাংলাদেশ। ওই সময়ের মধ্যে শুধু পোশাক শিল্পে আরও ২৯ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ শিল্পে এখন প্রতিবছর গড়ে ১৫-২০ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে। আগামী ২০ বছর নাগাদ এ শিল্পের গ্রোথ এ হারেই বাড়বে। এই গ্রোথ ধরে রাখার জন্য গার্মেন্টস পল্লী স্থাপনসহ অবকাঠামো সুযোগ-সুবিধা বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

বিষয়: বিবিধ

৭৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File