দেশের সকল অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে ভারত-বাংলাদেশ যৌথ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২০ ডিসেম্বর, ২০১৪, ০২:২৭:১৮ দুপুর
বর্তমান সরকার সকল মানুষের দ্বারে দ্বারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সকল পদক্ষেপ হাতে নিয়েছে। বংলাদেশে ব্যবহারের জন্য ভারত থেকে বিদ্যুৎ উৎপাদন করে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এরই মধ্যে ভারত সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে এবং এ ব্যাপারে উভয় দেশ সকল ধরনের কাজ হাতে নিয়েছে। দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক সম্পর্ক জোরদার করতে, যৌথভাবে একটি তাপ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে উভয় দেশ সম্মত হয়েছে। ভারত এই বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি কয়লা ব্লক বরাদ্দ দেবে। আর এতে যে বিদ্যুৎ উৎপাদিত হবে তা বাংলাদেশে নিয়ে আসা হবে। রামপালে বর্তমানে যে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে তারই ধারাবাহিকতায় ভারতের অভ্যন্তরে এমন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। অব্যাহত চাহিদা পূরণে বাংলাদেশ সরকার বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ। রামপালে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রটি সম্পন্ন হলে এই খাতে একটি বড় ধরনের অগ্রগতি হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। প্রকল্পের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। আগামী চার বছরের মধ্যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি উৎপাদন শুরু করবে। ইতিমধ্যে ভারত থেকে বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। এর পরিমান ১০০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে দুই দেশ কাজ করে যাছে। সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে আলোর ছোঁয়া এবং আলোকিত হবে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৬৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন