সরকারের খাদ্য ও সামাজিক নিরাপত্তায় অগ্রযাত্রার বাস্তবায়নে গ্রামীণ জীবনে উন্নয়নের জোয়ার

লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৩:৩৫:৪২ দুপুর

সারা বছর ধানসহ যে কোন খাদ্যশস্য ও সকল ধরনের সবজি উৎপাদিত হওয়ায় খাদ্য নিরাপত্তার সঙ্গে পুষ্টির যোগান এবং সামাজিক নিরাপত্তা বেড়েছে সারাদেশে। বিশেষ করে কৃষি প্রধান উত্তরাঞ্চল যন্ত্র ও আধুনিক কৃষির আঁতুর ঘর থেকে উৎপাদিত পণ্য এবং যন্ত্র রপ্তানির পথে যাত্রা শুরু করেছে। একদার তীব্র অভাব (যা মঙ্গা নামে অধিক পরিচিত) তো জাদুঘরে স্থান পেয়েছেই, দারিদ্র্যের চিহ্ন এখন মাঠ পর্যায়ে সহজে খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষের জীবন মান কতটা উন্নত হয়েছে তা বিদ্যুতায়িত গ্রামগুলোতে গেলে খালি চোখেই দেখা যায়। গেল ক’ বছর ধরে গ্রামের গরিব নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার জন্য সরকারীভাবে যে অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে বছর কয়েক পর তার আর প্রয়োজন হবে না। নারী নিজেরাই স্বাবলম্বী হয়ে নিজেদের নিরাপত্তা বলয়কে সুদৃঢ় করছে। তাদের কথা, ঘরে বাইরে কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করলে সরকারী সাহায্যের কোন দরকার নেই। কৃষি কাজ ও উৎপাদিত পণ্য বাজারজাত করে কৃষকের পাশাপাশি কিষাণী দিনে দিনে নিজেদের গরজে সামাজিক ব্যবসার দিকে এগিয়ে যাচ্ছে। উত্তরাঞ্চলের বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, পাবনা, নাটোরসহ যে সকল এলাকা প্রায় দারিদ্র্য মুক্ত সেখানে অতি দরিদ্র নারী ও শিশুদের জন্য প্রতি তিন মাস অন্তর ২শ’ টাকা থেকে ১ হাজার টাকা সরকারী সাহায্য প্রদানের তালিকা করা যায় না। গ্রামের যে সকল নারী স্বাবলম্বী হয়েছে তারা এই অর্থ গ্রহণকে অমর্যাদাকর মনে করতে শিখেছে। তাদের সাফ কথা, এভাবে পরোক্ষ ভিক্ষে নয় কাজ করে পারিশ্রমিক নিতে আগ্রহী। এভাবেও তারা নিজেরাই সামাজিক নিরাপত্তা বলয় তৈরিতে এগিয়ে যাচ্ছে। গ্রামের ও শহরের শিক্ষিত সুধীজনের কথা, প্রযুক্তির সঙ্গে মানুষের জীবনমান পরিবর্তনের দিন বদলের যে পালা শুরু হয়েছে তাতে সাধারণের সামাজিক মর্যাদাবোধ বেড়েছে। এই কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে কৃষিসহ সকল সেক্টরের বিজ্ঞানীরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রতি বছর নানা ধরনের যে ধান উদ্ভাবন করছে তাতে প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা তীব্র শীত এখন আর আবাদের জন্য কোন সমস্যা নয়। দুর্যোগ কেটে যাওয়ার সঙ্গে এবং কখনও দুর্যোগের মধ্যেই ধান উৎপাদন করা যায় এমন বীজ উদ্ভাবিত হয়েছে। যন্ত্র কৃষিকে আরও আধুনিকায়ন ও যুগোপযোগী করার প্রায়োগিক গবেষণায় সাফল্য এসেছে। এভাবে যন্ত্র কৃষি উদ্ভাবনে আবাদি জমিতে ফসল উৎপাদনের হার বেড়ে গিয়ে খাদ্য নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা বলয় তৈরি হবে।

বিষয়: বিবিধ

৬০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File