নৌ-পথে চোরাচালান রোধ ও অবৈধ গমনাগম ঠেকাতে সরকারের পরিকল্পনা ও নির্দেশনায় নৌবাহিনীর জন্য এবার বড় যুদ্ধজাহাজ নির্মাণ করছে খুলনা শিপইয়ার্ড
লিখেছেন লিখেছেন আমি অরন্য ০২ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৬:০৯ বিকাল
গতবছর পাঁচটি ছোট যুদ্ধজাহাজ (পেট্রোল ক্রাফট) তৈরি করে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন অধ্যায় শুরু করেছিল খুলনা শিপইয়ার্ড। সেই অভিজ্ঞতা থেকেই এবার বড় আকারের অত্যাধুনিক দু’টি যুদ্ধ জাহাজ নির্মাণ করতে যাচ্ছে সংস্থাটি। সশস্ত্র বাহিনীতে এগুলো লার্জ পেট্রোল ক্রাফট বা এলপিসি নামে পরিচিত। দেশের মাটিতে বড় যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ এটাই প্রথম। জাহাজ নির্মাণের জন্য গত ৩০ জুন নৌবাহিনীর সাথে চুক্তি সম্পন্ন করেছে খুলনা শিপইয়ার্ড। ডিসেম্বর মাসের তৃতীয় অথবা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন (কিল লেইং) করবেন। প্রতিটি জাহাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। একই ধরনের দু’টি এলপিসি চীন থেকে তৈরি করতে খরচ হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা। আর্থিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ শিপ বিল্ডিংয়ের ইতিহাসে এটিই সবচেয়ে বড় প্রকল্প। লার্জ পেট্রোল ক্রাফট প্রতিটির দৈর্ঘ্য ৬৪ দশমিক দুই মিটার এবং প্রস্থ ৯ মিটার। এর গভীরতা হবে চার মিটার। সমুদ্রপথে ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল বেগে চলবে। জাহাজে ৭০ জন একসাথে থাকতে পারবেন। শুরুর দুই বছরের মধ্যে যুদ্ধ জাহাজের নির্মাণ কাজ শেষ হবে। চীনের যুদ্ধজাহাজ বিশেষজ্ঞরা এতে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছেন। বছরের শুরুতে নৌবাহিনীর জন্য দু’টি এলপিসি কেনার বিষয়টি আলোচনা হলে শিপইয়ার্ডের পক্ষ থেকে খুলনায় জাহাজ নির্মাণের প্রস্তাব দেয়া হয়। ইতঃপূর্বে এলপিসিগুলো চীন থেকে তৈরি করা হত। দেশের মাটিতে এত বড় উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকে। প্রধানমন্ত্রীসহ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সুপারিশে এলপিসি নির্মাণের দায়িত্ব খুলনা শিপইয়ার্ডকে দেয়া হয়। এতে করে যেমন অর্থের সাশ্রয় হবে পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিষয়: বিবিধ
৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন