ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের সাফল্য চিত্র, পর্ব -৭

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৯ নভেম্বর, ২০১৪, ০৪:৪০:২৬ বিকাল

বাংলাদেশকে একটি সুখি ও সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের সাফল্য অতুলনীয়। সাফল্যের কিছু কথাঃ

 কৃষিখাতে ব্যাপক সফলতা অর্জন। কৃষি কার্যক্রমের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

 দরিদ্র ও নিম্ন আয়ভোগী জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ।কৃষককে প্রায় ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান।

 প্রায় ৫০ হাজার কোটি টাকা কৃষিঋণ এবং প্রায় ১ কোটি ৪৪ লক্ষ কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ।কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগ সৃষ্টি।জিংক সমৃদ্ধ ধানের জাতসহ উচ্চ ফলনশীল বীজ উৎপাদন সামর্থ্য ১৫ শতাংশ বৃদ্ধি।

 ১৩ লক্ষ ৭৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

 ২ হাজার ৬৫৩ কিলোমিটার খাল খনন, ২ হাজার ৪৭৪টি সেচ অবকাঠামো নির্মাণ।

 আলু উৎপাদন ৬৭ লক্ষ টন থেকে ৮৩ লক্ষ টনে উন্নীত।

 কৃষি যান্ত্রিকীকরণ প্রসারে পাওয়ার টিলার, ট্রাক্টর, পাওয়ার থ্রেসার, মেইজ সেলার, স্প্রেয়ার, উইডার ইত্যাদি যন্ত্রপাতি ২৫ শতাংশ থেকে বেড়ে ৩২ লক্ষ টনে উন্নীত।

 মাছের উৎপাদন ২০ শতাংশ থেকে বেড়ে ৩২ লক্ষ টনে উন্নীত।

 ডিমের উৎপাদন ৪৭০ কোটি থেকে ৬০০ কোটিতে উন্নীত।

 দেশে বৃক্ষাচ্ছাদিত এলাকার পরিমাণ ৮ শতাংশ থেকে ১৭ শতাংশে উন্নীত।১ লক্ষ ৩৮ হাজার হেক্টর এলাকা সংরক্ষিত বন ঘোষণা।

 ৫৮ হাজার ৯৩৮ হেক্টর ব্লক বাগান সৃজন। ৯ হাজার ২৯৭ কিলোমিটার স্ট্রীপ বাগান সুজন।

 দেশের সকল উপজেলায় দৈনিক আবহাওয়া বার্তা প্রচার।ওয়ারলেস নেটওয়ার্ক শক্তিশালীকরণ।

 বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় ৭৪ টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ।দুর্গত পরিবারের আশ্রয়দানে ৭২৪ টি ব্যারাক হাউজ নির্মাণ।

বর্তমান সরকাররের এই আলোকময় দৃষ্টান্তের উন্নায়নের ধারায় উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ।

চলবে......

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289595
২৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫০
ফেরারী মন লিখেছেন : আপনার পোষ্ট পড়ে বোঝা গেলো উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File