সরকার প্রবীণ নাগরিকদের জন্য এক অভিনব সম্মান সূচকের পদ তৈরির লক্ষে এক কোটি ৩০ লাখ প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে জ্যেষ্ঠ নাগরিকের মর্যাদা

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৯ নভেম্বর, ২০১৪, ০১:৩৮:৫৪ দুপুর



বর্তমান সরকারের দীর্ঘদিন পরিকল্পনার ফসল হিসাবে ষাটোর্ধ বয়সের নাগরিকরা বিশেষ সম্মান জনক (সিনিয়র সিটিজেন) মর্যাদা পেতে যাচ্ছেন এক কোটি ৩০ লাখ প্রবীণ নাগরিকরা। বিশেষ মর্যাদা পাওয়া নাগরিকরা সব ধরনের পরিবহনে কম ভাড়ায় যাতায়াত, হাসপাতালে সাশ্রয়ী মূল্যে আলাদা চিকিৎসাসেবা, আলাদা বাসস্থান সুবিধা পাবেন বলে সরকার ঘোষণা দিয়েছেন। শীঘ্রই বয়স্ক নাগরিকদের আলাদা পরিচয়পত্র দেয়া হবে। গত বছরের ১৭ নবেম্বর ‘জাতীয় প্রবীণ নীতিমালা, ২০১৩’ নীতিমালায় প্রবীণ ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে ‘জ্যেষ্ঠ নাগরিক’ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমাদের দেশে এক কোটি ৩০ লাখ প্রবীণ রয়েছেন। তাঁরা অবহেলিত। বর্তমানে ২৭ লাখ ২৩ হাজার প্রবীণকে মাসে ৪০০ টাকা করে বছরে এক হাজার ৩০০ কোটি টাকা দিচ্ছে সরকার। ১৯৯৬ সালে এ কর্মসূচী শুরু হয়েছিল।প্রবীণরা সাধারণত হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসে ভুগে থাকেন। এ সব রোগের চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে ‘জেরিয়েটিক মেডিসিন’ বিভাগ চালু করতে যাছে সরকার ।এ জন্য সরকার ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। প্রবীণদের চিকিৎসা দেয়ার জন্য প্রাথমিকভাবে ৯০টি বড় হাসপাতালকে এক লাখ টাকা করে দেয়া হছে। এ ছাড়া সিনিয়র নাগরিকরা স্বল্প খরচে যেকোন যানবাহনে ভ্রমণ করতে পারবেন, কর্মপরিকল্পনায় সে কথা উল্লেখ করা হয়েছে। ‘প্রবীণরা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন জ্ঞান দিয়ে দেশকে এগিয়ে নিতে ও হারিয়ে যাওয়া মূল্যবোধ ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারেন। এ জন্য তাদের সম্মানী দেয়া হবে’ বলেন যুগ্ম-সচিব।বয়স্ক নাগরিকদের পরিচয়পত্র দেয়া হবে জানিয়ে হোসেন মোল্লা বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে কয়েক দফা মিটিং করেছি। তারা গোলাপী রঙের কার্ডে বিশেষ লোগো ব্যবহার করে সিনিয়র সিটিজেনদের পরিচয়পত্র দিবেন। মৃত্যুহার কমে গড় আয়ু বেড়ে যাওয়ায় প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা প্রক্ষেপণ অনুযায়ী, ২০৫০ সালে প্রবীণ জনগোষ্ঠীর এই হার হবে ২০ শতাংশ। অর্থাৎ বাংলাদেশে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন হবেন প্রবীণ।সরকারের এই মহতী উদ্যোগের ফলে প্রবীণ নাগরিকেরা জীবনের ষেশান্তে ফিরে পাবে সুখ, শান্তি ও সমৃদ্ধির ছোঁয়া।

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289485
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
অবাক মুসাফীর লিখেছেন : জালিয়াতী করার নতুন রাস্তা খুললো আরকি ...
289545
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাত এক রতম মশকারি!!!
289547
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তাদের জন্য কিছু একটা করা দরকার তবে সেটা অবশ্যই স্বচ্ছভাবে করতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File