খাদ্য উৎপাদনে বিশ্বের উদাহরণ ও রোল মডেলে পথিকৃৎ বাংলাদেশ। পর্ব-২/২
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৫ নভেম্বর, ২০১৪, ০৭:৪৮:০৮ সন্ধ্যা
খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এখন বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বের জন্য উদাহরণ ও রোল মডেল। স্বাধীনতা অর্জনের পর খাদ্য উৎপাদনে বর্তমান সরকারের আমলে এতোটা অগ্রগতি আর কখনও সম্ভব হয়নি। যেমনঃ
সম্প্রতি বিশ্বের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রভাবশালী গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি) বিশ্বের ক্ষুধা সূচক প্রতিবেদন প্রকাশ করেছে।
এ সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। মাত্র এক বছরেই এ সূচকে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
গত পাঁচ বছরে দেশে ধান ও গমের উৎপাদন গড়ে ২ দশমিক ৫ থেকে ৩ শতাংশ হারে বেড়েছে। আইপিসিসির মতের বিপরীতে এফএও'র জলবায়ু পরিবর্তন ও কৃষি অভিযোজন বিষয়ক প্রতিবেদন বলছে, আগামী দিনগুলোতে বিশ্বের যে দেশগুলোতে খাদ্য উৎপাদন বাড়তে পারে, বাংলাদেশ তার একটি।
কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রতিকূল পরিবেশ-সহায়ক ধানের জাত উদ্ভাবনেও বাংলাদেশ এগিয়ে। ব্রি এ পর্যন্ত ৬৭টি এবং বিনা ১৪টি নতুন ধানের জাত উদ্ভাবন করেছে। এসব জাত উচ্চফলনশীল (উফশী)।
গত বছর বিশ্বে প্রথম জিঙ্কসমৃদ্ধ ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশের কৃষি গবেষকরা। ব্রি ও বিনার উদ্ভাবিত ১৩টি জাতের মধ্যে পরিবেশসহিষ্ণু বৈশিষ্ট্য আছে। এগুলোর নয়টি লবণসহিষ্ণু, দুটি খরাসহিষ্ণু ও চারটি বন্যাসহিষ্ণু।
কৃষি উৎপাদনের আসছে নতুনত্ব।
একই জমিতে মাছ ধান ও সবজি চাষ-ঘেরের আইলে সবজি চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন খুলনা ও বাগেরহাটের কৃষকরা।
বিশ্বের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ। বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৬৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন