মালয়েশিয়ায় কর্মী প্রেরনে সফল সরকারের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সুসম্পর্কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২১ নভেম্বর, ২০১৪, ০৪:১১:১৩ বিকাল

মালয়েশিয়ার সঙ্গে ‘শ্রম কর্মসংস্থান’ বিষয়ক সমঝোতা চুক্তিতে আবারও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কর্মী প্রেরণে মালয়েশিয়ার সঙ্গে জি-টু-জি যে চুক্তি সংশোধনে এবার মালয়েশিয়ার মূল ভূখণ্ডের পাশাপাশি প্রদেশে কাজ করার সুযোগ পাবে বাংলাদেশি শ্রমিকরা। ভিসা অব্যাহতি চুক্তিতে দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা অব্যাহতি পাবেন। ৯০ দিনের জন্য তারা এ সুবিধা পাবেন এবং ট্রানজিট করতে পারবেন। এর চেয়ে বেশি থাকতে চাইলে নিজ নিজ দেশের নিয়ম অনুযায়ী তারা নবায়ন করতে পারবেন। কূটনৈতিক পাসপোর্টধারীদের পরিবার ও ২১ বছরের নিচে অবিবাহিত সন্তানরা ও এ সুবিধা পাবেন। ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে ১২টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে এবং আরও ১৮টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেসব দেশের সঙ্গে এ চুক্তি রয়েছে সেসব দেশে ভিসা ছাড়াই নির্দিষ্ট পেশার লোকজন ভ্রমন করতে পারেন। বাস্তবসম্মত শ্রম কূটনীতির ফলে জনশক্তি রপ্তানি গন্তব্য দেশের সংখ্যা ১০০ থেকে ১৫৫ এ উন্নীত হয়েছে বাংলাদেশ। বর্তমান সরকারের শ্রমশক্তি রপ্তানির এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রা অর্জনে এক শক্তিশালী পদক্ষেপ রাখবে বলে আশা করে বাংলার জনগণ।

বিষয়: বিবিধ

৭৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File