কিছু প্রশ্নে কুকুরের অসাধারন উত্তর

লিখেছেন লিখেছেন ইসলাম কখনো মাথা নত করেনা ১৬ জুলাই, ২০১৬, ০৫:৫৭:৫৯ বিকাল

→কুকুরের অসাধারণ উত্তর←

এক ব্যাক্তি

কুকুরকে বলল যে, তুইতো অনেক অপদার্থ।

তোর

মধ্যে ৩টি খারাপ অভ্যাস আছে।

↓↓↓ ↓↓↓

↓↓↓ ↓↓↓

১. তুই দেওয়ালে পেশাব

করিস।

২. তুই ভিক্ষুকের কাছে গিয়েও ঘেউ ঘেউ

করিস।

৩. তুই রাতে ঘেউ ঘেউ করিস, যখন মানুষ ঘুমিয়ে

থাকে।

* কুকুর উত্তর দিল *

↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓

১. জমিনে এজন্য পেশাব করিনা,

আল্লাহর বান্দা যদি এখানে সেজদা করে, তবে তার

সেজদা হবে না।

২. ভিক্ষুকের কাছে এ জন্য ঘেউ

ঘেউ করি, যাতে সে মানুষের কাছে না চেয়ে আল্লাহর

কাছে চায়।

৩. রাতে ঘেউ ঘেউ করে এ কথা বলি, হে

গাফেল..! অলসতায় পতিত হে নিদ্রামগ্ন মানুষ.!

উঠ.!

আল্লাহর

কাছে মাথা অবনত কর।

জীবনের গোনাহের জন্য ক্ষমা

চাও।

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374750
১৬ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:১৯
কুয়েত থেকে লিখেছেন : ভালো উত্তরতো..! কি করে বুঝলেন..? ধন্যবাদ
374758
১৬ জুলাই ২০১৬ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : বাঃ সুন্দর সংগ্রহ।
374784
১৬ জুলাই ২০১৬ রাত ১১:০৮
নাবিক লিখেছেন : ভালো লাগলো
374790
১৭ জুলাই ২০১৬ রাত ০১:৩২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
375378
২৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:১০
ইসলাম কখনো মাথা নত করেনা লিখেছেন : ওয়ালায়কুম সালাম,, সবাইকে ধন্যবাদ আমাকে উৎসাহ করার জন্য।
375379
২৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:২০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File