শয্যায় শায়িত মহাবীর আলেকজান্ডার

লিখেছেন লিখেছেন ইসলাম কখনো মাথা নত করেনা ১৫ নভেম্বর, ২০১৫, ০২:৩৮:৫৫ দুপুর

আস্সালামু আলাইকুম।

★★★**★★***★★★

শয্যায় শায়িত মহাবীর আলেকজান্ডার তার

সেনাপতিদের ডেকে বলেছিলেন, 'আমার মৃত্যুর পর আমার তিনটা

ইচ্ছা তোমরা পূরণ করবে।

আমার প্রথম অভিপ্রায় হচ্ছে-:

শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন।

আমার ২য় অভিপ্রায় হচ্ছে-:

আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সোনা

ও রুপা ছড়িয়ে থাকবে।

আমার ৩য় অভিপ্রায় হচ্ছে-:

কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে।

তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন

প্রশ্ন করলেন ?

দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, 'আমি দুনিয়ার

সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই।

আমার চিকিৎসকরা এজন্য কফিন বহন করতে বলেছি

যাতে লোকে বলতে পারে যে চিকিত্সক মানুষকে সারিয়ে

তুলতে পারে না। তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা

করতে অক্ষম।

আমার অজ্র্ত সোনা ও রুপা পথেছড়িয়ে রাখতে

এজন্য বলেছি আমার অজর্িত সোনা রুপার

দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য

সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে

যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা মানে সময়ের

অপচয়।

আমার দু হাত কফিনের বাহিরে রাখতে এজন্য বলেছি যে,

পৃথিবীতে খালি হাতে এসেছি আজ পৃথিবী

থেকে খালি হাতেই চলে যাচ্ছি।

মহান আল্লাহ, সকল মানব জাতীকে ঈমানী শক্তি আরও বাড়িয়ে

দিক এবং আল্লাহকে বুঝার মতো তৌফিক দান করুন।

আমিন, আমিন, সুম্মা আমি

বিষয়: বিবিধ

২০২৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349793
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
349800
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪১
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
349817
১৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৬
349827
১৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৮
জাইদী রেজা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
349832
১৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
ইসলাম কখনো মাথা নত করেনা লিখেছেন : আপনাদের একটু ভালোলাগা আমাকে অনেক উৎসাহি করেছে। ধন্যবাদ সবাইকে।
349902
১৬ নভেম্বর ২০১৫ সকাল ০৭:৩১
রক্তলাল লিখেছেন : দিতে চাইলেন ইসলামের শিক্ষা, কিন্তু বর্ণনা দিলেন আলেক্সান্ডারকে মহাবীর সম্বোধন করে।

কোরান, হাদিস, ইসলামের ইতিহাস থেকে কাউকে পেলেন না ভাই?

দুঃখিত, আপনার মন খারাপ করতে চাইনা। তবে আলেক্সান্ডার কোনো মহাবীর না ভাই।
একটা অত্যাচারী জেনোসাইডকারী নৃশংস হানাদার ছিল আলেক্সান্ডার। তার অত্যাচারের ইতিহাস পড়ে দেখবেন।
ইসলামের শিক্ষার সাথে এ'সব দানবদের কোনই সম্পর্ক নেই।


349917
১৬ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৫
ইসলাম কখনো মাথা নত করেনা লিখেছেন : আমি যানি এটা।
কিন্তু আমি বুঝাতে চেয়েছি আলেকজান্ডার
একটা বড় আকারের অত্যাচারি ছিলেন এই জন্যই এই নামটা ব্যাবহার করেছি।
একবার ভেবে দেখু,
আলেকজান্ডার এর মতো পসন্ড
সেষ পর্যন্ত এই কথা বলে গেলেন।
আর আমরাতো একটা ভালো কাজ অথবা খারাপ কাজ কোনোটাই করিনায় এতে আমরা কি বুঝতে পারি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File