প্রবাসী জিবন কাটে মাগো এমন অবস্থায়, বলতে গেলে চোখের জলে বুকটা ভেসে যায়। আমার প্রবাস জিবন ভাই আমি ক্যামনে কাটায়

লিখেছেন লিখেছেন ইসলাম কখনো মাথা নত করেনা ২৪ জুন, ২০১৫, ০১:২৪:৪১ দুপুর

প্রবাসী জিবন কাটে মাগো এমন অবস্থায়,

বলতে গেলে চোখের জলে বুকটা ভেসে যায়।

রাতে আসি রাতে যায়, পলিথিনে খাবার খায়।

কাজে কামে জিবন শেষ,

এরী নাম বিদেশ।

বাড়ির মানুষ মনে করে আছি কতো সুখে,

কিযে ব্যাথা জমে আছে আমার পোড়া বুকে।

দুঃখ্য কষ্টো বোঝার মতো আপন মানুষ নাই,

তাইতো মাগো তোমায় ভেবে সকল দুঃখ্য ভুলতে চায়।

অনেক কষ্টো হয়যে মাগো ঝরে মাথার ঘাম,

তবুও অল্প টাকা রেজগার

বলে, আমায় কেউ দিলোনা দাম।

মাসের পর মাস কাজ করে যায়,

তবু বেতন পয়না হতে।

চিন্তায় চিন্তায় দিন চলে যায়. ঘুম আসেনা রাতে।

কেমন করে দেশে আসবো ভেবে পায়না ঠাই,

ইচ্ছে করে ঘোমাতে মাগো,

তোমার আচোলের ছায়ায়।

বিষয়: আন্তর্জাতিক

১৮২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327388
২৫ জুন ২০১৫ রাত ০১:৩৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ.. ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
২৫ জুন ২০১৫ সকাল ০৮:৫০
269610
ইসলাম কখনো মাথা নত করেনা লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
327404
২৫ জুন ২০১৫ রাত ০৪:৪৫
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আপনাদের অনেক কষ্ট হয় জানি! স্বদেশকে ভালোবেসে আপনার নিজেদের তিলে তিলে শেষ করে দিচ্ছেন! আসা করে আল্লাহর পক্ষ হতে এর উত্তম বিনিময় পাবেন! ধন্যবাদ!!!
২৫ জুন ২০১৫ সকাল ০৮:৫৫
269611
ইসলাম কখনো মাথা নত করেনা লিখেছেন : আল্লাহু আমিন, আপনার দোয়া আল্লাহ কবুল করুন আমিন, ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File