Shajahan+momotajs love history শাজাহান ও মমতাজের একটু কাহিনী।

লিখেছেন লিখেছেন ইসলাম কখনো মাথা নত করেনা ১৯ নভেম্বর, ২০১৪, ১০:৩৯:৪৩ সকাল

সম্রাট শাজাহান ১৫বছর সয়সে বাল্য বিবাহ হয় মমতাজের সংগে। ১৬৩২ খ্রীষ্টাব্দে তার প্রীয়তমা মমতাজকে হারান। মমতাজের সমাধী হলো সম্রাটের জিবনে সবেচেয়ে বড়

আঘাত লাগা, এবং এখান থেকে তাহার যেন জিবনের গতিই কমে আসতে লাগলো। সে পরিকল্পনা করলো, দুনিয়ার শ্রেষ্ট প্রেমের স্রৃতিসৌধ হয়ে থাকবে আমাদের এই প্রেমের সমাধি।

সমাধি স্থানে গড়লো মমতাজ মহল

এটাই দুনিয়াই তাজমহল হিসাবে পরিচিত। এই

মমতাজ মহল ভারত বরসে মঘল সমরাজ্যে অবস্তিত। মমতাজের মৃত্যুর পর রাজ্যের পতন ঘটতে লাগলো। সম্রাটের মানুষিক অবস্থা খুব খারাপ হতে হওয়ায়।

তাকে সম্রাট থেকে সরিয়ে দেয়া হলো ১৬৫২ খ্রীষ্টাব্দে। আস্তে আস্তে ভেংগে পড়লো তাহার সারিরিক অবস্থা।

এমন ভাবেই সমাধি হলো তাদের স্বর্গিয় প্রেমের কাহিনী।

তিনিও একদিন চলেগেলেন এই দুইদিনের পৃথীবির মায়া ত্যাগকরে।

সম্রাট শাজাহানের সমাধী ওখাই করা হয়। সম্রাট শাজাহান ৭৪ বছর বয়সে১৬৬৪ খ্রীষ্টাব্দে মারাযান।

বিষয়: সাহিত্য

১২০৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285880
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৭
আফরা লিখেছেন : আমার মনের একটা প্রশ্নের একটা জবাব দেন,

সম্রাট শাজাহান এত টাকা পয়সা খরচ করে স্ত্রীর প্রতি ভালবাসার নিদর্শণ হিসাবে মমতাজমহল বানালেন এটা কি কোন ভাল কাজ করেছেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File