⚄যে জাতি অল্পতে তুষ্ট সে জাতির উন্নতি কখনো সম্ভব নয়!!!

লিখেছেন লিখেছেন রূপ রূপালি ১৩ ডিসেম্বর, ২০১৪, ১২:৫৭:২৮ দুপুর

আমরা বাঙালি জাতি গত শতকে ছিলাম বীরের জাতি ৷ ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন ৷ এ সবই ঘটেছে গত শতকে ৷ কিন্তু এই শতকে বাঙালি জাতি নিজেদের আসল পরিচয় ভুলে গেছে ৷ যে জাতি নিজেদের আধিকার আদায়ে কখনো কাউকে ছাড় দেয়নি, সেই জাতি এখন ভুলেই গেছে অধিকার কি জিনিস!!

আমাদের দেশ গ্যাস সমৃদ্ধ দেশ ৷ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে দেশে চরম গ্যাস সংকট ৷ রান্না করতে গিয়ে অনেকেই গ্যাস পাচ্ছেনা ৷ কিন্তু তবুও মানুষ চুপ ৷ কারণ দিনে যে ২/৩ ঘন্টা গ্যাস পাচ্ছে তাতেই তারা সন্তুষ্ট ৷

তেমনি অবস্থা বিদ্যুতের ৷ লোডশেডিং এর কারণে প্রতি বছর ব্যাবসায়িক খাতে হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে ৷ কিন্তু তবুও তারা কোন কথা বলছেনা ৷

দ্রব্যমূল্যতো লাগামহীন ঘোড়া ৷ আজকে এক দরতো কালকে আরেক রকম ৷ যার থেকে যেমন পারছে তেমনি নিচ্ছে ৷ তবুও মানুষ নিচ্ছুপ ৷ কারণ তাদের খাওয়া এখনো বন্ধ হয়নি ৷

তেলের কথা বলেতো লাভই নেই ৷ আন্তর্জাতিক বাজারে দফায় দফায় তেলের দাম কমলেও, আমাদের দেশে কমার নাম গন্ধ নেই ৷ তার জন্য এ জাতিই দায়ী ৷

সড়ক গুলোর অবস্থা হালছাসের জমির মত ৷ তবুও আমরা নিশ্চুপ কারণ আমার ঘরের কেউতো সড়ক দুর্ঘটনার শিকার হয়নি ৷

এভাবে হয়তো এ দেশের সরকারের ব্যার্থতা তুলে ধরলে লেখা শেষ হবেনা ৷ কিন্তু এর জন্য আমরাই দায়ী ৷ কারণ আমরা অল্পে তুষ্ট ৷

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File