⇉ ইসলামী রাষ্ট্রে ইসলামের বিধি-বিধান মানাও কি পাপ??

লিখেছেন লিখেছেন রূপ রূপালি ১০ ডিসেম্বর, ২০১৪, ০৯:২৯:৪৬ সকাল

বাংলাদেশ যে দেশে ৮৮ শতাংশ মুসলিম ৷ সে দেশে বর্তমানে ইসলামী বিধি বিধান মেনে চলাও অপারাধ ৷

এ দেশে এখন ইসলামের কথা বললে সে অপরাধী ৷ তাকে বিনা কারণে জেল, মামলার হয়রানি হতে হচ্ছে ৷

কিন্তু কেন?? যে দেশটাই মুসলিম দেশ সেখানে কেন ইসলাম নিয়ে কথা বলা যাবেনা ৷

আজকে একটা নিউজ দেখলাম বিশ্বের চার জন মুসলিম ব্যাক্তিত্ব যাদের নাকি বাংলাদেশে প্রবেশে নিষেদাজ্ঞা জারি করা হয়েছে ৷ কিন্তু যারা নাকি বিশ্বের বিভিন্ন খ্রিষ্টান দেশ গুলোতে অবাধে ইসলামের প্রচারণা চালাচ্ছে ৷আর আমাদের এই মুসলিম দেশে তাদের আসতে মানা!!

এ দেশে যারা ইসলামের আকীদা থেকে দুরে সরে গেছে তারাই মুসলমানের লেবেল লাগিয়ে বীর বেশে চলাচল করছে ৷ যারা ইসলাম নিয়ে কথা বলছে , ইসলামের আকীদা মেনে চলছে তাদের থাকতে হচ্ছে চোরের মত!!

কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্দানশীল ছাত্রীদের নামাজের কক্ষ থেকে ধরে ন্য়ে পুলিশের হাতে তুলে দেওয়া হল ৷ কি দোষ ছিল তাদের তারা মুসলিম নাকি ইসলাম মেনে চলে??

এ দেশের এমন অবস্থা এখানে নাস্তিক রাই দেশের বুদ্ধিজীবি ৷ ইসলাম বিদ্বেষীরা দেশের নেতা, আর কিছু শ্রেণী আছে যারা মুসলমানে লেবেল লাগিয়ে মানুষের আবেগ ও বিশ্বাস নিয়ে খেলা করছে ৷

এমন চলতে থাকলে সেইদিন বেশি দূরে নয় যেদিন এই দেশ মুসলমান নামদারী লেবেল লাগানো মানুষে ভরপুর থাকবে ৷ সেইদিন প্রকৃত মুসলিম থাকবেনা!!!

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292960
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : Thumbs up.
293008
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
হতভাগা লিখেছেন : বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File