๏আমরা যেমন ছিলাম তেমনি আছি๏

লিখেছেন লিখেছেন রূপ রূপালি ২৬ নভেম্বর, ২০১৪, ০৮:৩৭:০৮ সকাল

বাংলাদেশ এর মানে যদিও রক্তে/কষ্টে অর্জিত এক স্বাধীন রাষ্ট্র ৷ কিন্তু স্বাধীনতা নামটা যেন এ দেশের মানুষের জীবন থেকে আবার আস্থে আস্থে মুছে যাচ্ছে ৷

স্বাধীনতার আগে ব্রিটিশরা, পাকিস্তানিরা আমাদের শাসন করেছিল ৷ আর স্বাধীনতার পর আমরা পরোক্ষভাবে শাসিত হচ্ছি ক্ষমতাসীনদের দ্বারা ৷ বিশ্বের বিভিন্ন দেশে রাজতান্ত্রিত, সমাজতান্ত্রিক ব্যাবস্থা চালু আছে ৷ সেখানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে গুম, হত্যা বা গ্রেফতার করা হচ্ছে ৷

কিন্তু আমরাতো গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক আমদের কেন একই পরিণতি হচ্ছে ৷ আমরা কেন রাষ্ট্রের কিছু মানুষের হাতে জিম্মি হয়ে আছি? তাহলে এ জন্যই স্বাধীনতা সংগ্রাম হয়েছিল? এ জন্যই দেশের মানুষ তাদের প্রাণ দিয়েছিল ৷ আজ স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা কোথায়? তাহলে আমরা কি পরাদ্বীনতার স্বাদ আস্বাদনের জন্যই জন্মগ্রহণ করেছি ৷ চিরদিন আমরা কারো না কারো দ্বারা নির্যাতিত হব শাসিত হব ৷

এটাই কি ছিল আমাদের ভাগ্যে ???

তাহলেতো আমরা যেমন ছিলাম তেমনই আছি ৷

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288217
২৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫২
288298
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দেশের গণতন্ত্র আজ খাদের কিনারে। মানুষগুলার ভাগ্যে যে কি আছে ভবিষ্যতে আল্লাহই ভালো জানেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File