ভুলে গেলে চলবেনা আমরা বীরের জাতি

লিখেছেন লিখেছেন রূপ রূপালি ২২ নভেম্বর, ২০১৪, ০৯:২২:৪০ সকাল



একদা এক বনে এক বাঘের বাচ্চার বাবা-মা মারা গেল ৷

যথারীতি সে একা হয়ে গেল, তো এক রাখালের বাচ্চাটিকে দেখে খুব মায়া হল , সে বাচ্চাটিকে নিজের মেষের পালের সাথে লালন পালন শুরু করলো ৷ মেষদের দেখে দেখে এটি শিকার ধরার পরিবর্তে ঘাস খাওয়া শুরু করলো ৷সে ভুলে গেল সে বাঘের বাচ্চা ৷ সে নিজেকে মেষের বাচ্চা মনে করতে লাগলো ৷ সে মেষের মত আচরণ শুরু করলো ৷

কার একটাই দুংখ বাকি মেষদের মত তার কোন শিং নেই ৷ফলে সবাই তাকে সিং দিয়ে গুতো মারে কিন্তু সে কিছুই করতে পারেনা ৷ একদিন বনের কিছু বাঘ বিষয়টি লক্ষ্য করলো ৷ তারা তাকে বুঝালো তুই মেষের বাচ্চানা তুই বাঘের বাচ্চা , তুই একটা হুংকার দিয়ে দেখ মেষের পাল জান নিয়ে পালাবে ৷ তাদের কথামত বাঘের বাচ্চাটি মেষের পালের কছে গিয়ে হুংকার দিল, অমনি সবাই জান নিয়ে পালিয়ে গেল ৷

আসল কথা হলো আমরা মুসলিমরাও বীরের জাতি ৷ কিন্তু বিজাতীদের কালচার অনুসরণ করতে করতে আমরা নিজেদের আসল পরিচয় ভুলে গেছি ! ভুলে গেছি আমরা মুসলিম! আমরা সলাউদ্দিন আয়্যুবী, মুহাম্মদ বিন কাসিম, ওমর , খালিদ বিন ওয়ালিদ, হামজা , হাসান আল বান্না এর জাতি ৷ আমরা সেই জাতি যাদের ভয়ে বাতিলেরা থরথর করে কাঁপতো ৷ আমরা সেই জাতি যারা অর্ধ পৃথিবী শাসন করেছি ৷ তাইতো ভুলে গেলে চলবেনা আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি ৷

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286758
২২ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৮
যা বলতে চাই লিখেছেন : অনেক ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৩
230481

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : সুলতান মাহমুদের ১৭ বার ভারতের সোমনাথ মন্দিরে লুটপাট/হামলা, মুস্লিমদের জেরুজালেম দখল, স্পেন উপনিবেশ, গির্জা ভেংগে মসজিদ নির্নাম, অটোমান'দের গ্রীস দখল...... ইত্যাদি যদি মুসলিমদের বীরত্ব হয় তাহলে বীরত্বের ব্যারোমিটারে ইংরেজরা মুসলিমদের বাপ-দাদার চেয়ে বড়। নাকি??
286763
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : বীরের জাতি সভ্য দুনিয়ায় পালাবার পথ খুঁজে পায় না।
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:১২
230237
কাহাফ লিখেছেন :
বহু পাকি লুচ্চাদের নাপাকি বীজে জন্ম নেয়া 'মুক্তিযুদ্ধের কন্যা' এখানেও দেখছি....!!!
২৩ নভেম্বর ২০১৪ রাত ১২:০০
230473
যা বলতে চাই লিখেছেন : বীরের জাতি বলে পরাজয় নেই, বা থাকতে পারেনা এমন কোন কথা নয়। 'মুসলিম বীরের জাতি' একথা ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত। তবে মুসলিম গণ এখন বিশ্বব্যাপী পরাজিত এবং ক্ষত-বিক্ষত এতে দ্বিমত করার কিছু নেই। মুসলিম যুবাগণ এমনটি আশা করতেই পারেন যে, অতীত বিজয় গাঁথা তাদের নতুন দিনের বিজয়াভীযানে প্রেরণা যোগাবে। তারা নিজস্ব যোগ্যতা দিয়ে আবার পৃথিবীতে নেতৃত্ব দিবে।
286770
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বীরের জাতি ছিলো কিন্তু এখন বোধহয় আর নেই। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার দায়ে ঢাবি হলো থেকে ছাত্রীদের জঙ্গি বলে বের করে দেয় আর আমরা মুখে কুলুপ এটে বসে থাকি একটা টু শব্দও করিনা তাহলে বীরের জাতি কিভাবে হলাম?
286774
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩১
রূপ রূপালি লিখেছেন : বিজাতীদের কালচার অনুসরণ করতে করতে আমরা নিজেদের আসল পরিচয় ভুলে গেছি !ভুলে গেছি আমরা মুসলিম বীরের জাতি
২৩ নভেম্বর ২০১৪ রাত ১২:০৫
230476
যা বলতে চাই লিখেছেন : আপনাদের যে অনুভূতি, তাতেই প্রমাণিত হয়, আমরা আমরা পরাজিত, ক্লান্ত, শ্রান্ত ও বিধ্বস্ত বটে কিন্তু আত্মমর্যাদা এখনো ভুলে যাইনি। এখন আমাদের জাগতে হবে, জাগাতে হবে।
287002
২৩ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৩
আফরা লিখেছেন : তাইতো ভুলে গেলে চলবেনা আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি জাগুন, জেগে উঠুন প্রমান করুন মুসলমানরা বীরের জাতি ।
২৩ নভেম্বর ২০১৪ রাত ১২:৫৪
230483
যা বলতে চাই লিখেছেন : হ্যাঁ প্রমাণ যে আমাদের করতেই হবে। না হলে যে আল্লাহর দরবারে জবাব দেয়ার কিছু থাকবেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File