ভুলে গেলে চলবেনা আমরা বীরের জাতি
লিখেছেন লিখেছেন রূপ রূপালি ২২ নভেম্বর, ২০১৪, ০৯:২২:৪০ সকাল
একদা এক বনে এক বাঘের বাচ্চার বাবা-মা মারা গেল ৷
যথারীতি সে একা হয়ে গেল, তো এক রাখালের বাচ্চাটিকে দেখে খুব মায়া হল , সে বাচ্চাটিকে নিজের মেষের পালের সাথে লালন পালন শুরু করলো ৷ মেষদের দেখে দেখে এটি শিকার ধরার পরিবর্তে ঘাস খাওয়া শুরু করলো ৷সে ভুলে গেল সে বাঘের বাচ্চা ৷ সে নিজেকে মেষের বাচ্চা মনে করতে লাগলো ৷ সে মেষের মত আচরণ শুরু করলো ৷
কার একটাই দুংখ বাকি মেষদের মত তার কোন শিং নেই ৷ফলে সবাই তাকে সিং দিয়ে গুতো মারে কিন্তু সে কিছুই করতে পারেনা ৷ একদিন বনের কিছু বাঘ বিষয়টি লক্ষ্য করলো ৷ তারা তাকে বুঝালো তুই মেষের বাচ্চানা তুই বাঘের বাচ্চা , তুই একটা হুংকার দিয়ে দেখ মেষের পাল জান নিয়ে পালাবে ৷ তাদের কথামত বাঘের বাচ্চাটি মেষের পালের কছে গিয়ে হুংকার দিল, অমনি সবাই জান নিয়ে পালিয়ে গেল ৷
আসল কথা হলো আমরা মুসলিমরাও বীরের জাতি ৷ কিন্তু বিজাতীদের কালচার অনুসরণ করতে করতে আমরা নিজেদের আসল পরিচয় ভুলে গেছি ! ভুলে গেছি আমরা মুসলিম! আমরা সলাউদ্দিন আয়্যুবী, মুহাম্মদ বিন কাসিম, ওমর , খালিদ বিন ওয়ালিদ, হামজা , হাসান আল বান্না এর জাতি ৷ আমরা সেই জাতি যাদের ভয়ে বাতিলেরা থরথর করে কাঁপতো ৷ আমরা সেই জাতি যারা অর্ধ পৃথিবী শাসন করেছি ৷ তাইতো ভুলে গেলে চলবেনা আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি ৷
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : সুলতান মাহমুদের ১৭ বার ভারতের সোমনাথ মন্দিরে লুটপাট/হামলা, মুস্লিমদের জেরুজালেম দখল, স্পেন উপনিবেশ, গির্জা ভেংগে মসজিদ নির্নাম, অটোমান'দের গ্রীস দখল...... ইত্যাদি যদি মুসলিমদের বীরত্ব হয় তাহলে বীরত্বের ব্যারোমিটারে ইংরেজরা মুসলিমদের বাপ-দাদার চেয়ে বড়। নাকি??A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
বহু পাকি লুচ্চাদের নাপাকি বীজে জন্ম নেয়া 'মুক্তিযুদ্ধের কন্যা' এখানেও দেখছি....!!!
মন্তব্য করতে লগইন করুন