♨ শুভ জন্মদিন “মা" ♨
লিখেছেন লিখেছেন রূপ রূপালি ১৯ নভেম্বর, ২০১৪, ০৭:০৩:৪০ সকাল
মা কেমন আছ তুমি ? জানি তুমি ভালো নেই। মা তোমার বয়স হয়েছে তুমি আর কত চিন্তা করবে? জানি তোমার চোখে আমি ছোট সব সময় থাকবো। মা আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। এখন আর আগের মতো দুষ্টমি করি না। মা মনে আছে তোমার ছোট বেলায় যখন দুষ্টমি করতাম তখন তুমি আমাকে কেমন বকুনি দিতে ৷ আজ তোমার সেই বকুনি গুলো শুনতে খুবই ইচ্ছে করছে ৷ তোমার হাতের লাউ চিংড়ি আমার খুব প্রিয় ছিল। এখন সেই স্বাদ খুবই মিস করি। তোমার মনে আছে যেদিন স্কুলে যাওয়ার সময় খাওয়ার সময় পেতামনা তখন তুমি হাতে পাঁচ টাকার নোট গুজে দিতে, কিছু খাওয়ার জন্যে। কিন্তু আমি তোমাকে মিথ্যে বলতাম। আমি কিছু না খেয়ে ওগুলো স্কুলের সামনে বসে থাকা ফকিরদের দান করে দিতাম। কি করবো বলো ওরাতে কতদিন খেতে পায়না, আর আমি এক বেলা না খেলে তেমন কিইবা হবে।
আমাদের জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করেছ। আমার জন্য অনেক কথা শুনেছ বাবার কাছ থেকে। আমার সব দাবি তুমিই তো বাবাকে বলে মিটিয়ে দিতে। বাবাকে কোনদিন কোনও কিছু বলার সাহস হয়নি। তুমি আমার সব চাহিদা.....
মাগো..আজ যে তোমায় খুব মিস করছি
.....শুভ জন্মদিন “মা"..........
বিষয়: বিবিধ
১৮১৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মায়ের আচলের নিচে যারা আছে,তারা কী ভাবে বুঝবে মা-কে ছেড়ে প্রবাসে থাকা কত কষ্টকর!
'রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানী ছাগিরা'
মন্তব্য করতে লগইন করুন