হে শহীদ!!!

লিখেছেন লিখেছেন রূপ রূপালি ১৮ নভেম্বর, ২০১৪, ০৩:২১:৪২ দুপুর

হে শহীদ! তুমি সৈনিক,

তুমি ইসলামের পথযাত্রী ৷

নিজের জীবন বিলিয়ে দিলে,

তুমি দ্বীন কায়েমের জন্য ৷

রক্ত তোমার তাজা রক্ত,

যবেনা বৃথা কোনদিনও ৷৷

হে শহীদ! তুমি নয়কো মৃত,

তুমি আমাদের প্রেরণারই উৎস ৷

তোমায় দেখে শিখেছি আমরা,

লরতে হয় কেমন করে!!

তোমারি রক্তের প্রতিদানে,

এ দ্বীনের বিজয় হবেই হবেই ৷

...................(রূপ রূপালি)................

উৎসর্গ: বিশ্বের ইসলামী আন্দোলনের ঐ সকল ভাই-বোনদের, যারা দ্বীনের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে৷

বিষয়: সাহিত্য

৯১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286999
২৩ নভেম্বর ২০১৪ রাত ১২:২৮
আফরা লিখেছেন : তোমারি রক্তের প্রতিদানে,

এ দ্বীনের বিজয় হবেই হবেই ।ইনশা আল্লাহ !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File