কতদিন দেখেনি দুচোখ

লিখেছেন লিখেছেন শহীদুল ইসলাম অর্ক ২২ নভেম্বর, ২০১৪, ০২:৫৯:১৭ দুপুর

মাঝে মাঝে খুব বেশি নস্টালজিক হয়ে যাই। এই যেমন আজ। বসে আছি হতোদ্যম, দুচোখে জলজ কান্না। স্মৃতিভারাতুর হৃদয় সব সময় ক্রন্দসী হয়।

মনে পরে কৈশরের উদ্দাম দিন গুলোর কথা। বুড়ি তিস্তা, গুলুদাহ শ্মশান, শহীদ মিনার, কাচারীর গোবিন্দ জিউ মন্দির মাঠে নাটকের ম্যারাথন রিহার্সেল।সারাদিন এক ভূত তাড়িয়ে নিয়ে বেড়াত আমাদের লেখালেখির খাতা থেকে দৈনিক পত্রিকা অবধি, মন্দির মাঠ থেকে নাট্যমঞ্চ অবধি।

লিটলম্যাগ করবো বলে বিজ্ঞাপন সংগ্রহ করি রাতদিন। ছুটে যাই প্রেসে। এক নিরন্তর কর্মযজ্ঞে নিবিষ্ট হই আমরা কজন। আমি, জুলফিকার, রবীন আর মাসুম।

সারাদিন কাজ শেষ করে কুড়িগ্রাম থেকে রাতে ফিরতাম উলিপুরে। হালকা শীতে, ম্লান কুয়াশায় আমরা চারজন। বাসে নয় রিকশায়। আঠার কিলো পথ গান আর কবিতায় গলা ফাটাতাম। রবীন্দ্রসঙ্গীত থেকে হালের ব্যান্ড । সব । প্রায়ই গাইতাম প্রিন্স মাহমুদের কথা সুরে আইয়ূব বাচ্চুর গাওয়া একটি গান, 'কতদিন দেখেনি দুচোখ, নির্ঘুম চোখ বন্ধু তোমায়।'

চাঁদের আলোয় পিচঢালা পথ। দুধারে জীবনানন্দ দাশের কবিতার মত কুয়াশায় ঢাকা ধান কাটা ক্ষেত।

অলীক এক বেদনার্ত রূপসীকে ভেবে গাওয়া সেই গান আজও শুনলে বুকের মধ্যে হাহাকার করে ওঠে।

ইট কাঠ পাথরের আড়ালে যান্ত্রিক জীবনে আজ সেই নারী যেন আমার হারানো কৈশরের স্মৃতি-সেই রাস্তা, সেই কুয়াশা জোছনায় ডুবে যাওয়া ক্ষেত,সেই বন্ধুরা, সেই বাড়ি ফেরা আর সেই গান-

'কতদিন দেখেনি দুচোখ,

নির্ঘুম চোখ

বন্ধু তোমায়।

তুমি কি এমন সময় তাকিয়ে আকাশ

ভাবছ আমায়?'

বিষয়: সাহিত্য

১০০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286823
২২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
286886
২২ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২১
শহীদুল ইসলাম অর্ক লিখেছেন : ধন্যবাদ সুশীল। ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভকামনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File