ইসলাম ও গণতন্ত্রের মাঝে পার্থক্য
লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ২১ আগস্ট, ২০১৫, ০৮:০৬:১৮ রাত
ইসলাম
আনুগত্য – আল্লাহর শরীয়ত
সার্বভৌম ক্ষমতার অধিকারী – আল্লাহ
গণতন্ত্র
আনুগত্য – অধিকাংশ মানুষের খেয়াল-খুশি
সার্বভৌম ক্ষমতার অধিকারী – জনগণ
কারণ ইসলামী শরীয়তে পরম আনুগত্য শুধুমাত্র আল্লাহর প্রতিই করা হয়ে থাকে। অপরদিকে গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় অধিকাংশ মানুষের খেয়াল-খুশির প্রতি পরম আনুগত্য নির্ধারণ করা হয়। দ্বীন ইসলামে সার্বভৌম ক্ষমতার অধিকার শুধুমাত্র আল্লাহকেই দেয়া হয়, আর গণতন্ত্রে এই ক্ষমতার অধিকার মানুষের প্রতি অর্পণ করা হয়।
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাজতন্ত্র - রাজা দেশের মালিক - নিজেই রাস্ট্র প্রধান হয়।
গনতন্ত্র - জনগন দেশের মালিক - নির্বাচিত ব্যাক্তি রাস্ট্র প্রধান হয়।
ইসলামিক শাসন - আল্লাহ দেশের মালিক - মনোনিত ব্যাক্তি রাস্ট্র প্রধান হয়।
যখন আপনি পবিত্র কোরআনকে সংবিধান হিসাবে মানবেন তখন গনতন্ত্র, রাজতন্ত্র বলে কিছু থাকেনা।
অধিকাংশ মানুষকে যদি ইসলামে অনুপ্রাণিত করতে না পারেন তাহলে কি তালিবান স্টাইলে ইসলাম জোর করে প্রতিষ্ঠা করবেন?
রাষ্ট্রের সার্বভৌমত্বের সিদ্ধান্তের অধিকারী ঐ অঞ্চলের জনগণ।
মুসলমানদের পিছনে ফেলার একটা ষড়যন্ত্র এবং জংগী রূপে রেখে সব সিদ্ধান্তের অধিকার নিজেদের হাতে রাখার ভারত-ইসরায়েলি প্রপাগান্ডা!
মুসলিমদের অগ্রযাত্রায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করাই এমন উদ্ভট প্রচারণার উদ্দেশ্য!
'অধিকাংশ মানুষকে যদি ইসলামে অনুপ্রাণিত করতে না পারেন'-বাংলাদেশের মানুষকে ইসলামই সবচাইতে বেশী অনুপ্রানিত করে। যার জন্য দেখবেন নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা ইসলামী লেবাস পরিধান করে।
আর ইসলামকে যারা জঙ্গী বলে তারাইতো আসল জঙ্গী।
মন্তব্য করতে লগইন করুন